ইসু্যভিত্তিক আন্দোলন
বাঙালীর আবেগ নিয়ে যারা খেলে তাদের জায়গা হওয়া উচিত রাজাকারদেরও নিচে। আমাদের ব্লগ পরিবারে এমন একজন আবির্ভর্ূত হয়েছে। আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার দরকার নেই। মুখেই বলি, সে মাহমুদুল হাসান রুবেল।
ছবি না দেখে, তার সাথে কথা না বলে শুধুমাত্র ব্লগের পরিচয়ে মিথিলার মৃতু্যর খবর শুনে যতোটা আবেগ আমাদের মাঝে জন্মেছিলো সবগুলো এখন ঘৃণা হয়ে ফিরে যাচ্ছে রুবেলের দিকে।
মিথিলা সম্পর্কে আমাদের জানার যে কৌতুহল তা রুবেলের চারিত্রিক বৈশিষ্টের কারণে তাকেই আমরা অনেকে তথ্য কেন্দ্র ভেবে অনেক আর্জি জানিয়েছিলাম। রুবেল আমাদের আবেগের এই সুযোগটাকে কাজে লাগিয়ে গতকাল ' মিথিলা প্রসঙ্গ' নামের একটি লেখা দিয়ে বাঙালীর আবেগকে চরমভাবে অপমানিতও করেছিলো। তার লেখায় কষ্টের ভান দেখে আমরা অনেকে মিথিলার কাছের মানুষ হিসেবে তার কাছে দুঃখ প্রকাশ করেছিলাম।
কিন্তু আজ সব পরিস্কার। রুবেলের জানা উচিত ছিলো বাঙালীর ভেতর শুধু শোকের আবেগ নেই।
আছে ােভের জলন্ত শিখা। ব্লগ পরিবারের সাথে মিথিলা নামের কল্পিত এক সাহসী নারীর মৃতু্য নিয়ে নাটক মঞ্চস্থ করার জন্য আসুন আমরা সবাই রুবেলকে ঘৃণা করি এবং ব্লগ প্রোভাইডারদের কাছে সংগ্রামী দাবি তুলি তাকে ব্লগ থেকে বহিস্কার করার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।