আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
(মিথিলার জন্য)
হারিয়ে গেছো কে বলেছে
এইতো আছো তুমি,
তোমায় পেয়ে হাসছে দেখো
স্বর্গলোকের ভূমি।
স্বপ্ন তোমার পূর্ণ হবে
ভয় কী আছে বলো,
আঁধার কেটে এই বাংলায়
ফুটবে আবার আলো।
একটু না হয় বিশ্রামে রও
আমরা আছি জেগে,
তোমার দেখা স্বপ্ন দেখে
শত্রু যাবে ভেগে।
যুদ্ধ শেষে আমরা সবাই
মিলবো আবার দেখো,
তোমার শপথ বক্ষে আছে
রাখবো কথা দেখো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।