বিজয়’ আমার জন্মদিনের প্রথম আলো - তাই তো আমি হৃদয় খুলে হাসতে পারি ; হতাশা আর পরাজয়ের শেকল ভেঙে - সবুজ সবুজ স্বপ্ন-ভেলায় ভাসতে পারি। আমার বুকে সাতটি রঙের আকাশ আছে, চোখে আছে লক্ষ ভোরের কিরণ-মালা ; আরও অনেক বিজয় ঘরে আনবো বলে সাজাই এখন ফুল ফসলের বরণ-ডালা। আমাকে আর কেউ বলো না ছোট্ট খোকা কারণ আমি নিশান হাতে ছুটতে পারি ; লাল সবুজের প্রতীক আমার প্রেরণা, তাই পাহাড় বেয়ে শীর্ষ চূড়ায় উঠতে পারি। ভাবতে পারো এত সাহস কই পেয়েছি, কে দিয়েছে আমার প্রাণে আগুন জ্বেলে ; আমি তো ভাই পাঠ করেছি বিজয়গাঁথা, তা না হলে যায় কি চলা চরণ ফেলে ? মা ও মাটির গল্প যাদের হয় না জানা, তারা থাকে চিরকালই অলস-ভীতু ; কেমন করে তারা আবার পাল ওড়াবে জন্ম যদি না নেয় কোন সিরাজ-তিতু ? মনে করো, আমিও এক তরুণ সিরাজ - কষ্টে পাওয়া বিজয়টাকে রাখবো ধরে ; শপথ-রাঙা দৃপ্ত হাতের বিমল ছোঁয়ায়- সুখের ফসল ওঠবে আবার ঘরে ঘরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।