আমাদের কথা খুঁজে নিন

   

বাইসাইকেল যখন মোবাইল ফোন চার্জার

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

মটরোলা কোম্পানী খুব শীঘ্রই বাজারে ছাড়তে যাচ্ছে এক ধরনের মোবাইল ফোন চার্জার কেবল মাএ তৃতীয় বিশ্বের দেশগুলোর অজপাড়াগায়ের জন্য, যে সমস্ত এলাকার মানুষ মূলতঃ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত তাদের সুবিধা দেয়ার চিন্তা মাথায় রেখে। আপনার মোবাইল ফোন চার্জারটি থাকবে বাইসাইকেলের হাতল-বারে, আর চার্জারটি সংযুক্ত থাকবে তারের মাধ্যমে প্যাডেলের ডকের সাথে, যা প্যাডেল ঘুরানোর সাথে সাথে আপনার মোবাইল ফোনের ব্যাটারি কে রিচার্জ করতে সাহায্য করবে। তবে একটা ব্যাপার এখনও অনিশ্চিত যে, আপনার মোবাইল ফোনের ব্যাটারিকে সম্পুর্ন চার্জ করতে কতক্ষন বা কত দ্রুত প্যাডেল ঘুরাতে হবে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।