আমাদের কথা খুঁজে নিন

   

উন্মুক্ত প্রদর্শনি । দি বাইসাইকেল থিফ

ছবি বানাইতে পয়সা লাগে, এইটা জানা কথা। তবে পয়সা কম নিয়াও যে ভালো ভালো ছবি বানানো সম্ভব, সেইটা দেখায়া দিলেন ইটালির ফিল্মে নিও রিয়ালিসম মুভমেন্ট করলেন যারা। খেয়াল করলে বুঝা যাবে প্রায় পুরা ছবিতেই ক্যামেরাম্যান ঘাড়ের উপরে ক্যামেরা নিয়া দৌড়াইছেন, ক্রেন ট্রলির ধার ধারেন নাই। সেট মেকাপ কস্টিউমের আড়ম্বর নাই। নিও রিয়ালিসম মুভমেন্টের সফল উদাহরন হইলো ছায়াছবি দি বাইসাইকেল থিফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দিয়া ফ্যাসিবাদবিরোধীদের একটা সংস্কারপন্থি মুভমেন্ট ছিলো এইটা। আগামীকাল বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ম্যুভিয়ানা পাঠচক্র উদ্বোধনের দিন দেখানো হবে ছায়াছবি দি বাইসাইকেল থিফ। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ফোন: ০১৬৭৫ ৩৩৮ ৬২২, ০১৮১৫ ১১০ ২৮২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.