আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ্  ১৫

বুধবার রাতে শহরতলীর বটতৈল প্রশিক্ষণ কেন্দ্রের ডাইনিংয়ে রাতের খাবার খেয়ে প্রশিক্ষণার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়।
বৃহস্পতিবার সকালে গুরুতর অবস্থায় মোবাইল অ্যান্ড কম্পিউটার সার্ভিসিং ট্রেডের আব্দুল্লাহ (২২) ও সোহেল রানাকে (১৯) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বেলাল হোসেন (২৫), শফিউর রহমান (২২), রতন আলী (২৪), তুহিন (২৬), শাহীন ইসলাম (২২), রিয়াজুল ইসলাম (১৮), গিয়াস উদ্দিন (২৫), শাকিল উদ্দিন (২২) সহ অন্তত ১৩ জন।
প্রশিক্ষণার্থীরা অভিযোগ করেন, ডাইনিংগুলোতে খাওয়ার অযোগ্য খাবার পরিবেশন করা হয় । নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না এবং পরিবেশন করা হয়।


দ্রব্যমুল্যের উর্ধ্বগতির দোহাই দিয়ে বাসি, পচা ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো হয় এবং এসব খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলেও অভিযোগ প্রশিক্ষণার্থীদের।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আবুল হাসনাত বলেন, হাসপাতালে ভর্তি হওয়া দুইজন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত।
কুষ্টিয়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশিক্ষণার্থীদের জন্য প্রতিদিনের খাবার বাজেট মাত্র ৪০ টাকা। এ টাকা দিয়ে  স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার দেয়া সম্ভব নয়।
বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানান যুব উন্নয়ন কর্মকর্তা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.