© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
এখানে যখন প্রথম লিখতে শুরু করলাম তখন মূলত দুইটি কারনে খুব এক্সাইটেড হয়েছিলাম। প্রথমত বাংলায় লিখা যাচ্ছে, দ্বিতীয়ত কিছু একটা লেখার পর সেটা নিয়ে অন্যেরা আলোচনা করছে। তারপর লিখে যেতে থাকলাম... যে বিষয়েই লিখি না কেন পক্ষে বিপক্ষে প্রচুর মন্তব্য পেতে থাকলাম। যারা আলোচনা করতে পারেন না তাদের কাছ থেকে গালাগালি পাচ্ছিলাম যেগুলোকে আমার যুক্তির জবাব দেবার অক্ষমতা হিসেবে ধরে নিয়ে নিজের বিশ্বাসে আরো দৃঢ় হয়েছি। তখন মন্তব্য পেলে খুব আনন্দ লাগতো.. কোন একটি লেখায় মন্তব্য কম দেখলে মনে হতো লেখাটা বুঝি কারো চোখেই পড়েনি ।
এভবেই চলছিল... কিন্তু কিছুদিন পরেই একটা ব্যাপার লক্ষ করলাম। এখানে যেকোন জটিল বিষয় নিয়ে আলোচনা করার মত ধৈর্য্যশীল লোকের অনেক অভাব রয়েছে। এমনকি এখানে অনেক ভাল লিখেন এরকম মানুষদের মাঝেও ধৈর্য্য ও সহনশীলতার অভাব দেখতে পেলাম। কোন একটি সিরিয়াস পোষ্ট দেবার পর সেটা নিয়ে আলোচনা চলার একটি মূহুতের্্ব দেখা যায় মূল আলোচনা রেখে লোকজন ব্যাক্তিগত আক্রমন শুরু করেন। যা আসলে সুন্দর একটি আলোচনার পথে বাধা হয়ে দেখা দেয়।
আবার কেউ কেউ সম্পূর্ন অপ্রাসঙ্গিক ভাবে নোংরা ভাষায় ব্যাক্তিগত আক্রমন করেন। এসবের কারনে অনেক ভাল ভাল লেখককে এখানে লেখালেখি বন্ধ করে দিতেও দেখেছি। বুঝতে পারছিলাম এই অল্প কিছু অসুস্থমনা লোকের কারনে লেখক-পাঠক উভয়েই ক্ষতিগ্রস্থ হচ্ছে। কিন্তু লেখালেখি বন্ধ করে দেয়া ছাড়া আমার আর কি করার আছে?
তারপরও লিখে যেতে থাকলাম। আরো কিছুদিন এরকম পরিস্থিতি সহ্য করার পর মনে হলো এখানে কিছু হবে না.. মনে হলো আর সকল [গাঢ়]বাঙ্গালী কমিউনিটির[/গাঢ়] মতই এখানেও গঠন মূলক কিছু সম্ভব নয়।
লেখা কমিয়ে দিচ্ছিলাম। হটাৎ একদিন একটি মেইল পেলাম.. মেইলটির সারমর্ম ছিল এরকম যে, কে কি বলে সেসব চিন্তা বাদ দিয়ে আপনি নিজের কাছে সেটা সঠিক মনে হবে তা নিয়ে লিখে যান, আমরা পড়ছি। তার জবাবে বললাম, এখানে সম্ভন নয় সুস্থ চিন্তার বিকাশ। এর জবাবে পেলাম অনেক সুন্দর করে খুবই যুক্তিপূর্ন দীর্ঘ একটি মেইল।
শেষ মেইলটি পেয়ে বিস্মিত হয়েছিলাম।
এই সাইটের সকল তিক্ত অভিজ্ঞতা নিমিষেই ভুলে গেলাম। প্রথমবারের মত বুঝতে যেমনই লিখিনা কেন, লোকজন আমার লেখাকে আমার সীমাবদ্ধতাটুকু মেনেই গ্রহন করতে পারছে। আমার ক্ষুদ্রজ্ঞান নিয়ে লেখা বিষয়গুলো হয়তো অনেকের মাঝে অনেক জানার অনুপ্রেরনা সৃষ্টিতে সহায়ক হয় যেরকম আমার নিজের মাঝে হয়। বুঝতে পারলাম লেখালেখি চালিয়ে যাওয়া উচিত। সেই লক্ষে আবার শুরু করলাম.. শুধুমাত্র আমার নীরব পাঠকদের জন্যে।
ইদানিং প্রচুর মেইল পাই... তাদের কেউ শুধুই প্রশংসা করেন.. কেউ আমার ভুলগুলো খুব চমৎকার ভাবে সুন্দর ভাষায় ধরিয়ে দেন যা এই ব্লগের অনেকেই পারেন না.. আবার এখানের লোকজনের মত গালিও দিয়েছেন বেশ কিছু পাঠক... ([link|http://www.somewhereinblog.net/trivuzblog/post/27056|28 A
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।