আমাদের কথা খুঁজে নিন

   

দুধের স্বাদ ঘোলে মিটে না!!!

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

সেই 6 বছর বয়স থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশী সময় কার সাথে কাটিয়েছি? উত্তর একটাই- বন্ধু প্রতিদিন উদগ্রিব হয়ে ঘুমাতে যাওয়া,আগামী দিনে র হিসাব করতে করতে ঘুমায়ে যাওয়া। কোন সময় নাস্তা করে বা না করে ই দে দৌড়। অপেক্ষায় আছে সব। গিয়ে হয়ত কাউকে ই পাওয়া গেল না...কি মেজাজ খারাপ,ধুর...আমি বেকুব....তার পর ও বসে থাকা ...একে একে সবাই এসে হাজির হবে....তুমুল আড্ডা চলবে.....আড্ডার ফাকে ফাকে পড়াশুনা...... সারা স্কুল কলেজ জীবনে কোন দিন পড়াশুনার গল্প করেছি মনে পড়ে না। বিশ্ববিদ্যালয় জীবনে এসে পরীক্ষার আগে-ঐ 20নাম্বার লেকচারটা নেই ,কাল পরীক্ষা,দিয়ে যা।

এই পড়াশুনার কথা। এমনি দিন চলে যায় ,আড্ডা থামে না,কথা ফুরায় না। প্রত্যেকের চেহারা, হাটা চলা, স্বর, অভিব্যক্তি, রাগ ,অভিমান সবাই বুঝে ফেলি এক পলকেএ যেন এক শরীরে বিভিন্ন স্বত্তা। জীবন চলে যায়,কাজ থেকে ফিরে এসে সরা সরি আড্ডায়। আবার সেই আবল তাবল সময় গুলো....5-6 কাপ চা খাওয়া শেষে মনে হয়,সারা দিন হয়তো কিছুই খাওয়া হয়নি....একজনের পকেটে পাত্তি থাকলেই বিরানী, না থাকলে সিঙ্গারা,ডিম বন,কলা বন,সস্তায় মাইরা দেয়া।

এর মাঝে ই ফাক ফোকরে ক্যাফেতে গিয়ে দেখে আসা, বাইরে থাকা কোন বন্ধু অনলাইনে আছে কি না। থাকলে তার সাথে কিছু সময় গেজায়ে আবার আড্ডা। অনলাইনে বসলে দেশে যারা আছে সে সব বন্ধু একসাথেই বসতাম,বাইরের বন্ধুদের সাথে কথা বলার জন্য। প্রথম অনলাইন চ্যাটের হাতে খড়ি বৈদেশে যাওয়া সেই সব প্রানের বন্ধুদের টানে ই না..! সময়ের বিবর্তনে নিজেও বিচ্ছিন্ন হয়ে যাই,দেশ থেকে। একাকী আমি বৈদেশে বসত গড়ি।

এখানে সেই চা স্টল নেই ,নেই সেই আড্ডা। অনলাইনে ও সবার এক সাথে আসা হয় না - না না ব্যাস্ততায়। নিজের ডাইরীর পাতা হয়ে উঠে নিজের বন্ধু। চকে বোর্ড এর মাধ্যমে ছাত্রের সাথে ইন্টারেকশনের স্থান কখনও নিতে পারে না স্লাইডে দেয়া লেকচার, তেমনি সেই দিন গুলোর ইন্টারেকশন কখনও ই পতিস্থাপিত করা যাবে না এই অনলাইন ইন্টারেকশনে। এর আবেদেন কখন ও ফুরায় না, যাদের এই অভিজ্ঞতা নেই তারা বুঝবেন না, তবে যখন অনলাইন যোগাযোগ কে আকরে ধরতে দেখবেন নিজেকে, যখন দেখবেন এর থেকে বের হতে পারছেন না, তখন বুঝবেন যে কত সুদূর সেই যোগাযোগ,কত গভীরে বিস্তৃত সেই অনুভবের শিকড়,কত জীবন্ত সে সম্পর্ক।

সে মেসেনজার ই হোক বা ব্লগ , তা দিয়ে কি আর তার প্রতিস্থাপন হয় !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.