আমাদের কথা খুঁজে নিন

   

অরুপ ভাইয়ের ভরাট গলা

বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

অরুপ কামাল। সামওয়্যার ইন ব্লগ এ একজন পরিচিত মুখ। প্রবাসী বাঙ্গালী। আমার সাথে প্রথম পরিচয়ও ব্লগে। তারপর ম্যাসেঞ্জারে চ্যাট করেছি নানা সময়।

ব্যতিক্রম আজকে। কিছুক্ষন আগে অরুপ ভাইয়ের সাথে কথা হলো। ভরাট গলায় বড় ভাই সুলভ কথাপোকথন বেশ মুগ্ধ করেছে আমাকে। আমি অরুপ, শুরুটা এরকম- তারপর ব্লগ, একাত্তর, 2000, রাজনীতিসহ না না বিষয়ে আলোচনা। দুই একদিনের মধ্যে দেখাও হতে পারে অরুপ ভাইয়ের সাথে।

মনে হচ্ছে ভালোই জমবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।