আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগা কবিতা (2) -স্টেশন ভাসিয়ে বৃষ্টি: শক্তি চট্টোপাধ্যায়

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



অনেক দিনের ধুলো ঝেড়ে বুক শেলফ থেকে কিছু বই বার করলাম সেদিন। ভালো লাগা কবিতা শিরোনামে তুলে দিতে চাচ্ছি। কপিরাইটের ধার ধারিনা। তবে আপনাদের ভালো লাগলো কিনা জানান - অযথা বিরক্ত করার পক্ষপাতি নই আমি। এই সুযোগে পোস্টের সংখ্যাও বাড়ল... [গাঢ়]স্টেশন ভাসিয়ে বৃষ্টি[/গাঢ়] [ইটালিক]শক্তি চট্টোপাধ্যায়[/ইটালিক] মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি রাজপথ ধ'রে ক্রমাগত সাইকেল ঘন্টির মতো চলে গেছে, পথিক সাবধান... শুধু স্বেচ্ছাচারী আমি, হাওয়া আর ভিক্ষুকের ঝুলি যেতে-যেতে ফিরে চায়, কুড়োতে-কুড়োতে দেয় ফেলে যেন তুমি, আলস্যে এলে না কাছে, নিছক সুদূর হয়ে থাকলে নিরাত্মীয় ; কিন্তু কেন ? কেন, তা জানো না ।

মনে পড়বার জন্য ? হবেও বা । স্বাধীনতাপ্রিয় ব'লে কি আক্ষেপ ? কিন্তু বন্দী হয়ে আমি ভালো আছি । তবু কোনো খর রৌদ্রে, পাটকিলে কাকের চেরা ঠোঁটে তৃষ্ণার চেহারা দেখে কষ্ট পাই, বুঝে নিতে পারি জলের অভাবে নয়, কোন টক লালার কান্নায় তার মর্মছেঁড়া ডাক ; কাক যেন তোমারই প্রতীক রূপে নয়, বরং স্বভাবে - মনে পড়ে, মনে পড়ে যায় কোথায় বিমূঢ় হয়ে বসে আছো হাঁ-করা তৃষ্ণায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.