- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
"এখানে ময়লা ফেলা নিষেধ"
"এখানে প্রস্রাব করা নিষেধ"
"এখানে ময়লা ফেলিলে প্রস্রাব করিলে .... টাকা জরিমানা"
এসব সাইনবোর্ড বা লেখা প্রকাশ করে সংশ্লিষ্ট কতর্ৃপক্ষরা কোনোদিন লাভমান হয়েছেন কিনা আমি জানি না। শুধু নিষেধ করে যখন ফল পাওয়া নাই, তখন জরিমানার কথা উল্লেখ করে বাতর্া প্রচার করার ব্যবস্থা করা হলো। কিন্তু তাতেও কোন ফল হলো না; বরং ময়লা এসব স্থানেই বেশী বেশী করে ফেলা হয়। এমনকি পবিত্র স্থান মসজিদও আমাদের দায়িত্বজ্ঞানহীনতার হাত থেকে রক্ষা পায়নি। এর জ্বলন্ত উদাহরণ "কারওয়ান বাজারের মসজিদ"।
এখানে যদিও লেখা আছে- এখানে প্রস্রাব করা নিষেধ, মসজিদের পবিত্রতা রক্ষা করুণ। কিন্তু আমরা কী দেখছি..!!! এখানে কর্তৃপক্ষ কিছুই করতে পারছে না। এখন তো আমার মনে হয়, সংশ্লিষ্ট কতর্ৃপক্ষরা এখানে ময়লা ফেলার জন্যই এসব নিষেধাজ্ঞা দিয়ে রাখেন। কিন্তু আবার ক্যান্টনমেন্ট এলাকায় এসব সাইন দেয়া থাকলেও কোন সাহসী ব্যক্তি সেখানে তার ইচ্ছার বহিঃপ্রকাশ করতে পারে না। তাহলে আমরা কী ভাববো? যা ক্যান্টনমেন্ট এলাকায় পালন করা হচ্ছে, তা অন্য এলাকায় ভাঙা হচ্ছে।
এর কারণ? কর্তৃপক্ষ strict না।
একই ঘটনা সামহোয়ারইন ব্লগেও হচ্ছে, তাই নয় কি? অশ্লীল. কুরুচিপূর্ণ পোস্ট আর মন্তব্য করতে যতোই মানা করা হচ্ছে ততোই তাদের প্রকোপ বেড়ে চলেছে। আর কর্তৃপক্ষ তেমন কোনো ভূমিকা পালন করতে পারছে না। জানি এটা একটা স্বাধীন ব্লগ, কিন্তু এখানেও অন্যান্যদের উপর বিকৃতরুচিশীল মানুষেরা যেমনভঅবে ঝাপিয়ে পড়ছে- এক্ষেত্রে সামহোয়ারইন কর্তৃপক্ষ এখনো কিছু করছে না কেনো?
এসব কী তাহলে চলতেই থাকবে??????????????????????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।