হা, মামুরা, আমি সত্যি কইরা কইতাছি, রাজনীতির প্যাচালের মধ্যে থাকতে চাই নাই। কিন্তু কি করমু, কিছু কিছু ব্লগাররা আজাইরা প্যাচাল পাড়ে। তাই তাদের সাথে একটু মশকরা করার ইচ্ছে হয় মাঝে মাঝে।
যখন কোন কাজেই মন বসে না। তখনই এ প্যাচালে শরীক হই।
তবে হাছা কইরা কইতাছি, আগামীতে আমি কোন শালারেই ভোট দিমুনা।
ক্ষমতায় যাওয়ার লাইগ্যা চোর, বাটপার, বদমায়েশ, মাস্তান, সন্ত্রাসী, অসভ্য, বর্বর শয়তানগো কেন ভোট দিমু?
কোন শুয়েরের বাচ্চাই দেশের জন্য কাজ করে না। দেশপ্রেম আজ আর নাই। মানুষের বিবেকতো গেছে।
তাই আমার আজাইরা প্যাচালে কেউ মন খারাপ করলে মাফ কইরা দিয়েন (ক্ষমা একটি মহৎ গুণ)।
যা আমার মত গাধারও কিন্তু আছে। দেখতে চাইলে আমার ঠিকানায় চইলা আইসেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।