আমাদের কথা খুঁজে নিন

   

আস্থাহীনতার দিনে...

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

হিংস্রতা জেগে উঠছে মনে ভাবনা তাই তোমাদের সনে- কোনো একদিন না বলে বনে যাবো ঝাঁপিয়ে পড়ে মৌনতার রক্ত খাবো। যদি কোনো হারামী ওঠে ক্ষেপে ধরবো শালার টুঁটিখানি চেপে; যদি করে কেউ নিন্দা জ্ঞাপন তড়িৎ দেবো জবাব দিয়ে চরণ। দেখে আমার এমন ধারা জীবন তোদের হবে সারা। শুনো যদি মোর বিজয় ধ্বনি গেয়ে উঠো সেই প্রাণের বাণী যদি না আসি আর ফিরে বুঝে নিও হারিয়েছি চিরতরে \ ------------------------------ 20ডিসেম্বর 2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।