অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
আস্থাহীনতার দিন, থেকে যায় অমলিন
ফিরে আসেনা সেই সোনালী সকাল
তবুও হাঁটছি পথ, এ শহর জনপদ
মুখরতা নেই শুধু আছে দাহকাল।
তুমিও আমার মত, লুকিয়ে মনের ক্ষত
হাঁটছ কি একই পথে সমান্তরাল
মুখরতা নেই শুধু আছে দাহকাল। ।
দিন বদলের দিন আরো কত দূর
দীর্ঘশ্বাসে পোড়া সকাল দুপুর
এখানে নষ্টরাত, শিখিয়েছে অজুহাত
এলোমেলো হেঁটে যায় বেপথু মাতাল
মুখরতা নেই শুধু আছে দাহকাল। ।
এখন শুধুই ক্ষয়, বিনাশের গান
দগ্ধ চোখে জমা ভুল অভিমান
চেনা মুখ অচেনা,হারিয়েছে ঠিকানা
জীবনযাপন আজ মুখোশে আড়াল। ।
মুখরতা নেই শুধু আছে দাহকাল!!!
[গানটা আমার কাছে অসাধারণ লেগেছে।
আপনিও শুনে দেখতে পারেন। খারাপ লাগবেনা বোধহয়]
গানটি পেতে এখানে গুতা মারুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।