যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ঢাকার স্যাটেলাইট কেবল অপারেটররা কয়েকদিন যাবত আল জাজিরা ব্রডকাস্ট করছে। প্রথম দিন চ্যানেলটির খবর দেখে একটা কালচারাল শক পেলাম। অভ্যস্ত চোখ সিএনএন ও বিবিসির আমেরিকান স্ট্রাটেজি নির্ভর নিউজের প্রতিদ্্বন্দীমূলক ও সম্পূর্ণ উলটো নিউজ দেখে একটু ধাক্কাই খেল। তবে ভালবাসতে সময় লাগেনি অবশ্য একমুহূর্তও। একজন দর্শক হিসাবে আমি কাউন্টার নিউজ দেখতে পছন্দ করেছি।
আল জাজিরার নিউজ বিশ্ব দেখার একচোখা নীতি থেকে আমাকে পরিত্রাণ দিয়েছে।
আজকে সকালে আল জাজিরার নিউজ দেখছিলাম। ইন্দোনেশিয়ায় সুনামীতে বিধ্বস্ত বান্দা আচেহ Banda Aceh তে বিদেশী সাহায্য সংস্থার rehabilitation কার্যক্রমের উপরে একটা প্রতিবেদন দেখাচ্ছিল। সেখানের মানুষ তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। মৎসীজীবিদেরকে দেয়া নৌকা বাজে কাঠে তৈরী হওয়াতে ডুবে যাচ্ছে, কাঠে ঘুন ধরেছে।
সে নৌকা নিয়ে সাগরে যেতে লোকজন ভয় পাচ্ছে। দীর্ঘ দু বছর যাবত temporary shelter এ থাকা এ সমস্ত লোকজন এখন তাদের জন্য তৈরী বাড়ীতে ফিরেও দুর্দশায় পড়ছে। ঘর তৈরীতে বাজে কাঠ, স্যানিটেশন ও সুয়েরেজে চরম অযত্ন পরিলক্ষিত হচ্ছে সাহায্য সংস্থার কার্যক্রমে। WFP ছাড়া অন্য কোন বিদেশী সংস্থা সেখানে বাসস্থান নির্মাণের মত কোন কার্যক্রম হাতে নেয় নি। সুনামীকে উল্লেখ করে বিশ্বের লাখো মানুষের আবেগকে নাড়া দিয়ে এসমস্ত সাহায্য সংস্থা যে বিপুল অর্থ সংগ্রহ করেছে সেগুলো তাহলে কোথায় ও কিকাজে ব্যয় হচ্ছে এমন একটা প্রশ্ন উচ্চারিত হয়েছে আমারও প্রতিবেদনটা দেখে।
নিউজের মাঝে মাঝে আল জাজিরা নিজস্ব কিছু বিজ্ঞাপন প্রচার করেছিল। একটা হচ্ছে এমন সেখানে বিশ্বের বিভিন্ন দেশের যে পরিমাণ nuclear weapon রয়েছে সে সংখ্যাটা দেখানো হচ্ছে এবং সবশেষে উত্তর কোরিয়া আর ইরানের একটামাত্র nuclear weapon তৈরী নিয়ে আমেরিকা কেন এত খেপলো, তা জানতে চাওয়া হয়েছে। আমেরিকার হাতে যে 5,735 (সূত্র নিচে দেখুন) টি এটোম বোম রয়েছে তা নিয়ে বিশ্বের লোকজন কি খুব নিশ্চিন্ত আছে! উত্তর কোরিয়া আর ইরান 1 টা করে বানালে দুশ্চিন্তা কি কয়েকশ গুণ বেড়ে যাবে সহসাই!
গতকালকে শেখ হাসিনা বলছিলেন, দেশের জনগণকে দেখাতে হবে সে ভোটার হয়েছে কিনা। টানিয়ে দিতে হবে প্রতিটি এলাকাতে। যদি কোন একজন নাগরিক তার নাম সে লিস্টে না খুঁজে পায় তবে নির্বাচন কমিশনের প্রতিটি কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে বলেছেন সে নাগরিককে।
এমন হলে নিঃসন্দেহে কয়েকলক্ষ মামলা হবে নিশ্চিত। একটা বিশ্বরেকর্ডও হয়ে যেতে পারে। তবে বিষয়টা আমার পছন্দ হয়েছে। আমিও মামলা করবো, কারণ লিস্টে আমার নাম খুঁজে পাইনি।
এরশাদ আওয়ামী জোটে যোগ দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে।
উল্লসিত আওয়ামী লীগ। কিন্তু তারা কি ভুলে গেলেন বিশ্ব বেহায়ার কথা! ক্ষমতায় গিয়ে কিভাবে দেশের মানুষকে ভুলে যাবে তার একটা ড্রেস রিহার্সেল দেখালো আওয়ামী লীগ।
16ই ডিসেম্বর একটা কলংকিত অধ্যায় রচিত হয়েছে। প্রকাশ্যে মুজাহিদ গং উল্লাস করেছে বিজয় দিবসের। স্বাধীন হওয়াতে তারাও খুশী।
35 বছর অনেক এনিয়ে ঝামেলা হয়েছে এখন তারা আর পিছনে তাকাতে চায় না। সামনে থাকবে দৃষ্টি। স্বাধীণতা আন্দোলনের শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। মুজাহিদ যখন কথা বলছিলেন তখন মনে হচ্ছিল একটা লাথি মারি তার রাজাকারের মুখটাতে। সালা বাঞ্চোত!
সূত্র: আমেরিকার এটম বোমের সংখ্যাটি এখানে দেয়া আছে Click This Link)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।