আমাদের কথা খুঁজে নিন

   

'আলজাজিরা' ও 'ইকোনোমিস্ট' এর সাইটে ছাগুদের বি-রা-ট হাট বসেছে !



কিছুক্ষন আগে 'আলজাজিরা' আর 'ইকোনোমিস্ট' এর ওয়েবসাইট থেকে ঘুরে আসলাম । কশাইটার ফাঁসির খবরের নিচে কমেন্টে ছাগুদের বি-রা-ট হাট বসেছে (ঠিক কোরবানীর বিরাট গরু ছাগলের হাটের মত) । কমেন্টের পর কমেন্ট করে ভরায়ে ফেলছে । সমস্যা হচ্ছে এই সাইটগুলোর যেহেতু আন্তর্জাতিক পাঠকগোষ্ঠী আছে , তাই এইসব কমেন্ট পড়ে বিদেশের অনেকের মনেই বিচারের ব্যপারে সন্দেহ আসা স্বাভাবিক, যেটা জামাত-শিবির জানোয়ারদের ইন্টারনেশনাল লবিং এর ক্ষেত্রে কাজে লাগে । তাই, সবার প্রতি অনুরোধ অন্ত:ত একবার করে গিয়ে এই সাইটগুলোতে এই বিচারের ক্ষেত্র, কারন ও কশাইটার পাপের বর্ণনাটা করে দিয়ে আসেন । হয়তো এতে বিশেষ কিছুই হবে না , কিন্তু কমপক্ষের বাইরের লোকজনের কাছে ছাগুদের কমেন্টগুলার কিছুটা হলেও বিশ্বাসযোগ্যতা কমবে । প্লিজ, এটি ৫-১০ মিনিটের ব্যপার - সবাই হেল্প করবেন আশা করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।