আমাদের কথা খুঁজে নিন

   

তাদের স্মৃতিচারণে বুক ভরে উঠছিল গর্বে...

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বিজয় দিবসের দিনে গতকাল রাতে দেখছিলাম চ্যানেল আইতে একটি আলোচনা অনুষ্ঠান । ঠিক প্রথাগত বা কমন প্রাকটিস এর মতো আলোচনা নয়...স্মৃতিচারণ মূলক। চারজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ করছিলেন ...চারজন বীর যারা নির্ভয়ে স্বাধীনতার ফুল উদ্ধারে জীবন এর মায়া ছেড়ে নেমেছিলেন সেদিন ্থ৭১ এ মুক্তির যুদ্ধে। চারজনের মধ্যে দুজন বর্তমানে রাজনীতিবীদ, একজন শিল্পপতি আর একজন সাংস্কৃতিক জোটের সভাপতি.... বিএনপি দলের সাদেক হোসেন খোকা ( বর্তমানে ঢাকার মেয়র), বিশিষ্ট অভিনেতা এবং সাবেক আওয়ামী এমপি আসাদুজ্জামান নূর , গাজী গ্রুপের মালিক এবং নাসিরউদ্দিন ইউসুফ । এই হলো ঐ চারজন। তাদের সেদিনের দূর্বার সাহসের কথা ...নানান জীবন হাতে নিয়ে অপারেশনের কথা শুনতে শুনতে গায়ের লোম খাড়া হচ্ছিল ....মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আর দেশপ্রেমের উচ্চকিত বর্তিকা মনে দেশপ্রেম এর উত্তাল ঢেউ বইয়ে দিচ্ছিল। ... কিন্তু.... পরক্ষণেই মনে পড়লো.... সেই ছোট বেলা থেকেই চারজনের একজনের নির্বাচনি এলাকায় বসবাস করেছি বহুদিন....দেখেছি ...তার কর্মকান্ডের মাঝে ...কোথায় যেন সেই মুক্তিযুদ্ধের ত্যাগের ছাপ দেখা যায় না .... বাকী কজনকেও.দেখেছি দলাদলি আর ঝগড়ায় ব্যস্ত অনেক সময় অথবা অর্থের মাঝে ডুব সাঁতার.... স্বাধীনতা কি নিজেরা নিজেরা যুদ্ধ করার জন্যেই করা হয়েছিল। নিশ্চয় নয়। দেশপ্রেমের স্বার্থই ছিল বড় সেদিন ১৯৭১ এ। আজ কেন তবে ব্যক্তি স্বার্থই মূখ্য হয়ে যাচ্ছে....?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.