আমাদের কথা খুঁজে নিন

   

বহুদিন পর ঢাকায় লাইভ খেলা দেখিয়া মনে বহুত কষ্ট পাইলাম...

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

সকাল 7 টায় বেরুলাম। 3 জন। মাঠে (এলাকায়) আরো 7 জন। খানাপিনা। তারপর মাঠে (মিরপুর স্টেডিয়াম)র বাইরে।

8 টায় মাঠের বাইরে। ব্ল্যাকে টিকিট ক্রয় (আইন অমান্য)। বিশাল লাইন। 9ঃ30 মাঠে প্রবেশ। গ্যালারীতে বসিতে না বসিতেই দেখিলাম কে জানি বোলড হয়ে পিচকে পশ্চাৎদেশ দেখাইয়া দেখাইয়া মাঠ ছাড়িতেছে।

এরপর নির্দিষ্ট বিরতি দিয়ে দিয়ে 9 উইকেট পতন। 12ঃ10 মাঠের বাইরে। আবার খানাপিনা। 13ঃ10 মাঠে প্রবেশ। জিম্বাবুয়ে 146/10।

শুনলাম বাশার নাকি একখানি সোজা ক্যাচ ক্যাচ করিতে পারে নাই। আমি বলি ভাগ্যিস! ধরলে তো রানই হতো না! বাংলাদেশের ব্যাটিং শুরু হইলো। বাসায় কল করে বলিলাম, খানা রেডি রাখো। বাংলাদেশ 32.2 ওভারে 147/2। জয়লাভ।

16ঃ00দিকে মাঠ ত্যাগ করিয়া বাসার উদ্দ্যেশে পায়ে হাটিয়া যাত্রা শুরু। মেজাজটাই খারাপ হইয়া গেলো। শালা! এতোদিন পর মাঠে গিয়া খেলা দেখলাম, কোন উত্তেজনায় আক্রান্ত হইলাম না। জিম্বাবুয়ের পোলাপানগো রে এমন ধোলাই দেওয়া ঠিক হয় নাই। একটু সুযোগ দিয়া 220-230 রান করাইয়া দিতো! তাহলে না হয় একটু মজা পাইতাম!! নাহ! মনে বহুত কষ্ট পাইলাম... বিঃদ্রঃ সংস্কৃত এবং চলিত ভাষার সংমিশ্রণ দূষণীয়।

[গাঢ়]কে বলিয়াছে, মক্কার মানুষরা হজ্জ পায় না!!! মিরপুরের কাছাকাছি থাকিয়া আমরা খেলা দেখিয়া সেই কথা ভুল প্রমাণ করিলাম। [/গাঢ়]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।