আমাদের কথা খুঁজে নিন

   

Heroes of our everyday life

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

গত দুদিন ধরে একটা খবর ফলো করছিলাম। আজ সেটার সমাপ্তি হলো। থ্যাংকস গিভিং এর ছুটিতে বেড়াতে গিয়েছিল জেমস কিম তার ফ্যামিলি নিয়ে। তার বউ কেটি, দুই বাচ্চা পেনেলোপি (4 বছর ), সাবিন (7 মাস)। ড্রাইভ করে ফেরার পথে অরেগনে তুষার ঝড়ের মুখে পড়ে গাড়ি বিকল হয়ে যায়।

আর ওরা ফলো করছিল একটা র্শটকাট ট্রেইল। গাড়ি বিকল অবস্থায় দুদিন পরে কেট এবং দুই বাচ্চাকে উদ্ধার করা হল ঐ জায়গা থেকে। কিন্তু জেমস সাহায্যে এবং বাচ্চাদের খাবারের আশায় গাড়ি ছেড়ে স্নো ফল এর মধ্যে বেরিয়ে গিয়েছিল । আজ চারদিন পর ওর লাশ পাওয়া গিয়েছে পাহাড়ে। সি . এন. এন এর প্রথম পেইজে এখনো আছে খবরটা দেখে আসতে পারেন।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।