সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
কমেডিগুলোই সম্ভবত বলিউডের অরিজিনাল। হলিউডের রিমেক করে লোক হাসানো কঠিন। পুরনো ছবির রিমেক করেও হাসানো কঠিন। হাসাতে হলে অরিজিনাল কিছু লাগেই লাগে।
তাই বললাম কমেডিগুলো বলিউডের অরজিনাল। ফির হেরা ফেরি, মালামাল উইকলির মতো দম ফাটানো হাসির ছবি না হলেও আপনা স্বপনা মোটামোটি হাসির ছবি। পরিচালক সঙ্গীত সিবান। মুভিটিতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, সেলিনা জেটলি, কোয়েনা মিত্র, রিয়া সেন। বোকা এক পুলিশ অফিসারের চরিত্রে সুনিল শেঠি।
তরুণী মেয়ের উৎকণ্ঠিত বাবার চরিত্রে অনুপম খের। আর হিরা চোরাচালানকারীর মাইনর চরিত্রেজ্যাকি শ্রফ।
কাহিনী 50 কোটি টাকার হিরা নিয়ে। সুনিল শেঠির ভয়ে হিরা হাইহিলে লুকিয়ে রাখে সেলিনা। হিল জোড়া রাখে বানারসওয়ালা সাধুর ইমেজ নকল করা রিতেশের ব্যাগে।
সেটা যায় অনুপম খেরের বাড়িতে। কাহিনী জমে ওঠে। চাঙ্কি পান্ডে নেপালী রানা জঙ্গ বাহাদুরের সাজে পিছু নেয় রিতেশের। ব্যস হাসির অনেক মশলা। কিন্তু অত হাসি নয়।
একটু কম হাসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।