সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা... কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা ...
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকি--
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।
মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কিভাবে কবিগুরু রবীন্দ্রনাথ মানবের সকল অনুভূতির দেখা পাইলেন আর কিভাবেই বা এমন সুন্দর অকপট ভাবে মনের সকল ভাব প্রকাশ করিতে পারিতেন। সত্যিই আশ্চর্য!!
রবীন্দ্রসঙ্গীত ঠিক সুর, লয় আর তালে না গাইলে ঠিক কেমন যেন জমে না। আর গাওয়ার সময় গানের প্রতি প্রয়োজনীয় আবেগ আর মনোযোগটাও ঠিক ঠিক থাকা চাই।
নিচের গানটার গায়কী ভালো, অসাধারণ কিন্তু তারপরও ঠিক কোথায় জানি একটুখানি জমলো না। কারও কাছে এর থেকেও ভালো লিংক থাকলে যোগ করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।