আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি দমন - আপনা দিয়ে শুরু



আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। শব্দগতভাবেই বোঝা যায় নীতিহীন কাজ মানেই দুর্নীতি। দুর্নীতির কথা উঠলেই আমরা চায়ের কাপে ঝড় তুলে দেই সরকার, রাজনৈতিক নেতা, সরকারী কর্মচারী সহ নানান জনদের নিয়ে। নিজেরা অনায়াসেই ধোয়া তুলসি পাতা হয়ে যাই । কিন্তু ধোয়া তুলসি পাতা কেউ আছি কি? অন্তত নিজেদের ব্যাপারে কেউ চিন্তা করছি কি? আমি কি দুর্নীতি মুক্ত? বাস কন্ডাক্টর ভাড়া চায়নি- তাই ভাড়া না দিয়েই নেমে গিয়েছি, এমন কি কখনো হয় নি? এটা কিসের মধ্যে পরে? অবশ্যই এক ধরনের দুর্নীতি।

তেমনি আপনি যদি চিন্তা করেন তবে নিজের মধ্যেই নানা দুর্নীতির সন্ধান পেয়ে যাবেন। দুর্নীতি বলতে আমরা শুধু আর্থিক ব্যপারটাকেই প্রাধান্য দেই। কিন্তু নীতিহীন সব কাজই দুর্নীতির মধ্যে পরে। সে হিসাবে আর্থিক ব্যপার জড়িত না থাকলেও দুর্নীতি হতে পারে। যেমন ধরুন: আমার অফিসে আমি সময় মত যাই না বা অফিসের দায়িত্ব ঠিকভাবে পালন করি না, এটাও নি:সন্দেহে একটা দুর্নীতি।

একজন বাড়ীওয়ালা তার বাসার ভাড়া যখন অযৌক্তিকভাবে বাড়াতে থাকেন, সেটাকে আমার দৃষ্টিতে দুর্নীতিই মনে হয়। আবার কারো পাওনা নিয়ে তাকে অহেতুক হয়রানি করা, সেটাও দুর্নীতি। এভাবে আপনি যদি খোঁজ করেন তাহলে নিজের মধ্যে দুর্নীতির নানান ধরন হয়তো পেয়েও যেতে পারেন। আসলে আর সমাজ, জাতি দেশ তো আমাদের নিয়েই গঠিত। তাই আমি যদি দুর্নীতিবাজ হই তাহলেই সমাজ দুর্নীতিতে ছেয়ে থাকবে।

আর আমি যদি দুর্নীতি মুক্ত হই বা নিদেনপক্ষে হওয়ার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই সমাজেও এর প্রভাব দেখতে পাবো। দুর্নীতি নিয়ে আলোচনা থেমে থাকবে না। আসুন তার পাশাপাশি আমরা নিজেকে নিয়েও ভাবি। কিভাবে আমিও দুর্নীতিমু্ক্ত হতে পারি বা থাকতে পারি তা নিয়ে চিন্তা করি। তাহলেই হয়তো একটি সফল দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.