দ্য ওয়ে আই ফিল ইট...
শহুরে উপকণ্ঠ থেকে প্রমত্ত জোয়ার
উল্কার মতো দূর্বিনীত সমীকরণে
ভেঙ্গে পড়ে এখানে ওখানে
মহীয়ান অহংকারে হাসে
নৈমিত্তিক স্যাঁতস্যাঁতে ছায়াছবি
গর্জন দোল খায় সিম্ফনি সুরে
আর্তচিৎকার গীটারে স্লোগানে
কুরোসাওয়ার সাদাকালো ক্যানভাসের মতো
কুষ্ঠব্যাধিগ্রস্থ শহর দিগন্তে আজ
প্রবল কাকস্য মিছিল
নীল নকশার জটিল প্রকৌশল
শহরের প্রধান পথে, প্রাসাদে
চতুর্দিকে বেতাল সন্ত্রস্ত পদশব্দ
আর ক্ষুধার গোপন গরজে
মৃত্যুপরোয়ানা পায়ে পিষে
ধীরে ধীরে গড়ে ওঠা
এক কোটি নিখুঁত বিভ্রান্ত দৌড়বিদ
ইতস্তত দুঃসময় দলিত মথিত করে
দৌড়ে চলেছে সেই উদভ্রান্ত শহর
আরাধ্য গিলোটিনে আকন্ঠ আটকে পড়া
আমরা দেখছি সেই মাতাল অলিম্পিক
ভয় কি! একা নও তোমরা মোটেই
অশনি ভবিষ্যতের জগদ্দল পুটুলি মাথায়
সারি বেঁধে দাঁড়িয়ে দেখো
ঘৃণায় কুঁকড়ে যাওয়া অনাগত প্রজন্ম সবাই...
মহাবিস্ফোরণ কাউকেই জীবন্ত ছেড়ে দেয়না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।