আওয়ামী লীগের উপদেষ্টা ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বলি’ বা ‘কোরবানি’ ছাড়া পদ্মা সেতু হবে না। এটি করলে সেতু না হলেও অন্তত ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে। দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এমসি কলেজ মাঠে ঘুড়ি উৎসবের অতিথি সুরঞ্জিত বলেন, ঈদের আগে যেমন কোরবানি করতে হয়, তেমনি একটি ‘কোরবানি বা বলি’ দিলে পদ্মাসেতু না হলেও অন্তত এর ভিত্তি প্রস্তর স্থাপন হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা কুরবানী/ বলি দেই তাহা মূলত আল্লাহ/ভগবান কে রাজি খুশি করার জন।কিন্তু বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন পদ্মা সেতুর জন্য কুরবানি/বলি দেওয়ার জন্য। এখানে কাকে রাজি বা খুশি করার জন্য এই কুরবানি/বলি ? বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন 'কোরবানি বা বলি’ দিলে "পদ্মাসেতু না হলেও অন্তত এর ভিত্তি প্রস্তর স্থাপন হবে"। আচ্ছা, পদ্মা সেতু যদি বানাতে নাই পারেন তবে কেন 'কুরবানি/বলি'র নাটক??? এই প্রশ্নের উত্তর আমার জানানেই। প্রিয় ব্লগার আপনাদের কারো জানা আছে এই প্রশ্নের উত্তর? কিছুটা কপিপেষ্ট করলাম এর জন্য দুঃখিত। তথ্য সূত্র (দৈনিক মানব জমিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।