অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....
গরুরা ছিল মাঠে
দাঁড়িয়ে আছে ঘাটে
হরেক দামে খাটে
যাচ্ছে তারা হাটে।
গরুর গলে মালা
লাফিয়ে বাড়ে জ্বালা
রাখাল বলে হালা
পিটিয়ে দিয়ে নালা।
জুটছে নাকো খানা
মিলছে নাতো দানা
শক্ত রশি টানা
আপদে আছে নানা।
তাইতো চোখে জল
নাইকো আর বল
তবুও ছুটে দল
রাখাল হাঁকে চল।
প্রাণের বোবা দুখ
মালিকে পায় সুখ
টাকায় দেয় ফুঁক
হাসিতে ভরা মুখ।
ত্যাগের কথা ভুলে
কিনেই মাথা দুলে
বাহবা পেয়ে ফুলে
অহং তার মূলে।
পাদটীকাঃ
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক প্রতিটি কোরবানি। লোক দেখানোর জন্য নয় এই প্রথা। কোরবানির দ্বারা মানুষ যেন তার ভিতরের পশু প্রবৃত্তিকে বিনাশ করতে পারে। সেই চিন্তা উদয় হোক প্রতিটি মুসলমানের অন্তরে।
ও ভাল কথা, আরও একটা বিষয় না বললেই নয়। পশুরা বোবা প্রাণী। পশু পরিবহনে বিক্রেতা ও ক্রেতার আরও যত্নবান হতে হবে। ঠিক মতে যেন পশুরা পানি, খাবার এবং বিশ্রাম পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বিক্রেতারা ব্যবসা এবং ক্রেতারা লোক দেখানো মনোভাব থেকে দূরে সরে আসতে হবে।
তবেই কোরবানির পবিত্রতা রক্ষা পাবে এবং কোরবানির লক্ষ্য ও উদ্দেশ্য বহু গুণে বেড়ে যাবে। মুসলমান জাতি ফিরে পাক তার প্রতিটি সুন্দর প্রথা এবং আলোকিত হোক সর্বশ্রেষ্ঠ জাতিতে।
# ফোটুক গুগলি মামা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।