আমি জানি তুমি আসবে আমার অপেক্ষার ক্ষণগুলোকে চূর্ণ-বিচূর্ণ করে দিতে একটিবারের জন্য হলেও তুমি আসবে, তোমাকে আসতেই হবে। আমার এই অপেক্ষা, এই প্রতীক্ষার অবসান ঘটাতে তোমার আসা কতটা যে জরুরি- তা আমার চেয়ে ঢের ভালো জানো তুমি, তোমাকে আসতেই হবে। আমি প্রহর গুনবো, তোমার জন্য ভালোবাসার ছন্দ মিলিয়ে নতুন করে বাঁচার আশায় একটু একটু স্বপ্ন বুনবো, তোমাকে আসতেই হবে। আমি অধীর আগ্রহে রইবো তোমার ঠোঁটে এক চিলতে হাসির রেখা সৃষ্টিতে, আমার এ আয়োজন কখনো ফুরোবে না তোমার লাজুক দৃষ্টিতে, তোমাকে আসতেই হবে। আমি জানি তুমি আসবে একদিন বিকেলে কি সন্ধ্যায় লাল শাড়ি, টিপ, খোলা চুলে এসে আমায় বলবে- এই যে আমি, চোখ মেলে দেখ আ--মি... তোমাকে আসতেই হবে পৃথিবীর সব লেনদেন যদি শেষও হয়, যদি আমি শূন্যের ওই প্রান্তে পালিয়েও যাই, তবুও তোমাকে আসতেই হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।