অবসরের আড্ডা!!!
জাতীয় দল থেকে বাদ পড়েই জ্বলে উঠলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লীগের চারদিনের ম্যাচে বুধবার চট্টগ্রামের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে তিনি ঢাকার হয়ে হারনামানা 166 রান করেছেন। আশরাফুলের সঙ্গে এদিন মার্শাল আইয়ুবও 103 রানের সুন্দর একটি সেঞ্চুরি উপহার দিয়েছেন দলকে। এ দুটি সেঞ্চুরির কল্যাণে ঢাকা এদিন প্রথম ইনিংসে 332 রান করেছে চার উইকেট হারিয়ে। আশরাফুল ও আইয়ুব পঞ্চম উইকেট জুটিতে 264 রান করেছেন।
যদিও দলীয় মাত্র 58 রানে চার উইকেট হারিয়ে বসেছিল ঢাকা। পরবতর্ীতে তা নূ্যনতম বুঝতে দেননি আশরাফুল ও মার্শাল আইয়ুব। ম্যাচে চট্টগ্রামের করা 238 রানের জবাবে ঢাকা 322 রান করে 94 রানের লিড নিয়েছে। অপর ম্যাচে সিলেটের বিপক্ষে রাজশাহী তাদের প্রথম ইনিংসে 328 রান করেছে। আগের দিনের 1 উইকেটে 114 রান থেকে বুধবার তারা আরও 114 রান যোগ করে বাকি নয় উইকেটে।
ফরহাদ হোসেন 75 ও নাইম ইসলাম 51 এবং মুশফিকুর রহমান 50 রান করেছেন এদিন ঢাকার পক্ষে। নাবিল সামাদ 76 রানে 5 উইকেট নেন। এছাড়া হাসিবুল হোসেন 67 ও অলক কাপালি 89 রানে দুটি করে উইকেট পান। এর আগে সিলেট তাদের প্রথম ইনিংস 181 রানে গুটিয়ে নিয়েছিল। বুধবার তারা দ্বিতীয় ইনিংসে ছয় রান নিতেই 2 উইকেট হারিয়ে বসে।
শাহজাদা ছয় রানে 2 উইকেট পান। ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে বরিশাল প্রথম ইনিংসে 286 রান করেছে। আগের দিনের সাত উইকেটে 245 রানের সঙ্গে বুধবার তিন উইকেটে আরও 41 রান যোগ করেছে বরিশাল। ম্যাচে ডলার মাহমুদ 45 রানে পাঁচ উইকেট পান। জবাবে খুলনা তাদের প্রথম ইনিংসে 181 রান করতেই আট ইউকেট হারিয়ে বসেছে।
আরাফাত সালাউদ্দিন 20, তাপস বৈশ্য 34 ও হান্নান সরকার 38 রানে দুটি করে উইকেট পান।
ঢাকা ও চট্টগ্রাম ম্যাচ
চট্টগ্রাম 1ম ইনিংস 238
ঢাকা 1ম ইনিংস : 332 (মোহাম্মদ আশরাফুল 166*, মার্শাল আইয়ুব 103*, রিয়াদ 20, ইলিয়াস সানী 2/104)।
রাজশাহী ও সিলেট ম্যাচ
সিলেট 1ম ইনিংস 181
রাজশাহী 1ম ইনিংস : 328 (ফরহাদ হোসেন 75, নাইম ইসলাম 51, মুশফিকুর রহমান 50। নাবিল সামাদ 5/76, হাসিবুল হোসেন 2/67, অলক কাপালি 2/89)।
বরিশাল ও খুলনা ম্যাচ
বরিশাল 1ম ইনিংস : 286 (হুমায়ুন কবির 65, রহমান 49, আবুল বাশার 30।
ডলার মাহমুদ 5/44, মানজারুল রানা 2/34)।
খুলনা প্রথম ইনিংস : 181/8 (নাজমুস সাদাত 36, সগীর হোসেন 26, ডলার মাহমুদ 28। আরাফাত সালাউদ্দিন 2/20, তাপস বৈশ্য 2/34, হান্নান সরকার 2/38)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।