আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র ৩৫ হাজার স্কয়ার ফিট ভূমিতে আমরা খুজে বের করে আনতে পারছি না সহস্রাধিক নিখোজ প্রান! কি বলা সমীচিন প্রান নাকি লাশ?

আহত বা নিহত যা হোক একটি পরিচয় অন্ততযাদের মিলেছে তারা সেইসব দুর্ভাগ্যবান মানুষ র যাদেরকে না আহত না নিহত বা জীবিত কোন সংগাতে ফেলাতে পারবে আমাদের রাষ্ট্র, তাদের চাইতে ভাগ্য বিতারিত এক ভাগ্যবান বলতে পারেন । এসব নিখোজ স্বজনেরা কিভাবে স্বান্তনা খুজে পাবেনসেই উত্তরও কারো জানা আছে কিনা আমার জানা নাই। তাদের স্বজনরা কি পারবেন ক্ষতিপূরনের আশায় ক্ষতিগ্রস্থদের কাতারে দাড়াতে। কিভাবে প্রমান মেলাবেন, যে তার নিখোজ মানুষটি রানার শাষানিতে ঘর থেকে বের হয়ে গিয়েছিল সেদিনের সেই মৃত্যুর মিছিলে? যখন এক শাহিনার লাশ বুঝে পেতে হয়রানি আর লজ্জা পেতে হযেছে শাহিনার পরিবারকে তখন নিখোজ মিছিল থেকে এদের কি বের করে আনতে পারবে কোন সরকার? সময়ের স্রোতে হয়ত এসব নিখোজ মানুষদের স্বজনের আহাজারি ক্যামেরায় আর ফলাও হবে না আমরাও ভুলে যাব, শুধু ভুলতে পারবে না সন্তান হারা মা অথবা নিখোজ বাবা মার সন্তানেরা, যাদের থাকবেনা বেচে থাকার কঠিন সংগ্রামেবাবা মার মমত্বময় কোন অবলম্বন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.