বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
ইউরোপের সমৃদব্দ একটি দেশ নরওয়ে। পৃথিবীর উত্তর অংশে অবস্টি্থত এ দেশটি বহুজাতিক সংস্ট্কৃতি এবং স্ট্বাধীনতাদের ধারক। নরওয়েকে বলা হয় সহৃর্যাস্টেস্নর দেশ। সমৃদব্দ জীবনযাপন, সুনিয়ন্পিত স্ট্বাস্ট্থ্যসেবা, মানবাধিকারের সুষ্ঠু চর্চা এবং সংস্ট্কৃতির উন্মুক্ত স্ট্বাধীনতা দেশটিকে পুরোধা করেছে।
এতসবের পরও আরো যে বিষয়টি নরওয়েকে দিয়েছে ভিল্পম্ন তাৎপর্য তা হলো, দেশটির শিক্ষার গুণগতমান। ভোকেশনাল বিষয় থেকে শুরু করে আন্ডারগ্রাজুয়েট, পোসদ্বগ্রাজুয়েট এমনকি ডক্টরেট লেভেল প্রতিটি ক্ষেত্রে গুণগত শিক্ষার ব্যবস্ট্থা রয়েছে দেশটিতে। প্রায় 11 হাজার বিদেশী শিক্ষার্থী নরওয়েতে বিভিল্পম্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। বর্তমানে বাংলাদেশী শিক্ষাথর্ীদের সংখ্যা এখানে দিনকে দিন বাড়ছে। বাংলাদেশী শিক্ষাথর্ীরা সহজেই সুযোগ করে নিতে পারে নরওয়ের বিভিল্পম্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য।
শিক্ষা ব্যবস্ট্থা
যে কোনো পর্যায়ে গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর মধ্যে নরওয়ে লিডিং কান্ট্রি। ব্যাচেলর্স, মাসদ্বার্স এবং পিএইচডি পর্যায়ে ডিগ্রির কোর্সগুলো ইসিটিএস ত্রেক্রডিট সিসদ্বেমে সাজানো হয়েছে। নরওয়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইউরোপিয়ান সদ্ব্যান্ডার্ড বজায় রাখে। নরওয়ের বেশিরভাগ ইউনিভার্সিটিতে সেমিসদ্বার পদব্দতির শিক্ষা ব্যবস্ট্থা প্রচলিত। বছরে রয়েছে দুটি সেমিসদ্বার।
পড়াশোনার ভাষা
নরওয়েতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ভাষা হিসেবে ইংরেজি প্রচলিত। বর্তমানে নরওয়েতে শিক্ষার্থীরা বিভিল্পম্ন ক্ষেত্রের 170টির বেশি বিষয়ে মাসদ্বার্স প্রোগ্রাম ইংরেজি ভাষায় পড়তে পারছেন। নরওয়ের কিছু কিছু প্রতিষ্ঠান ব্যাচেলর্স লেভেলেও ইংরেজিতে শিক্ষাদান করছে। কিছু কিছু প্রতিষ্ঠানে নরওয়ের স্ট্থানীয় ভাষাও প্রচলিত। তবে আনস্নর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি একটি গুরুত্দ্বপহৃর্ণ ভাষা।
কোথায় এবং কোন বিষয়ে উচ্চ শিক্ষা
নরওয়ের প্রতিটি শহরের শিক্ষা প্রতিষ্ঠান গুণগত শিক্ষা প্রদানে সচেষদ্ব। তবে শিক্ষার্থীদের প্রধান শহরের বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী হতে দেখা যায়। তবে ভৌগোলিক অবস্ট্থান মুখ্য বিবেচ্য বিষয় নয়, পছন্দের বিশ্ববিদ্যালয় প্রথম বিবেচনায় আনা উচিত। নরওয়েতে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আধুনিক এবং সময়োপযোগী অনেক প্রোগ্রাম চালু রয়েছে। হিউম্যানিটিস, সোসাইটি সায়েন্স, ন্যাচারাল সায়েন্সের রেগুলার প্রোগ্রাম ছাড়া নরওয়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ট্ব বিশেষ বিশেষ প্রোগ্রাম চালু রয়েছে।
প্রোগ্রামগুলো
বায়োলজি, ফার্মেসি, পদার্থবিজ্ঞান, মোলিকুলার বায়ো সায়েন্স, কেমেসদ্ব্রি, ডেন্টিসদ্ব্রি, হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক্স, আইন, নার্সিং সায়েন্স মেডিসিন, ফিলোসফি, ইনফরমেটিক্স, হেলথ ইকোনমিক্সসহ অনেক প্রোগ্রাম।
ভর্তি ও প্রয়োজনীয় বিষয়
নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি এবং আবেদনের বিষয়ে যে কোনো প্রয়োজনে নির্দিষদ্ব বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাধারণত বিদেশী শিক্ষার্থীর ক্ষেত্রে যেসব কোর্স অটামে (আগসদ্ব মাস থেকে) চালু হবে সেসবের জন্য আবেদনের তারিখ 15 জানুয়ারি থেকে 15 মার্চ পর্যনস্ন। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ব্যতিত্রক্রম রয়েছে।
নরওয়ের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে চাইলে নরওয়েজিয়ান হায়ার এডুকেশন পদব্দতির জিএসইউ লিসদ্বের অধীনে সনস্নোষজনক ফলাফল থাকতে হবে।
তবে এটি বিভিল্পম্ন দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভিল্পম্ন। শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে।
আন্ডারগ্রাজুয়েট পর্যায়ের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের নরওয়েজিয়ান সেকেন্ডারি স্ট্কুল পর্যায়ের শিক্ষা কোর্স সমাপ্টস্ন করতে হবে। কিছু কিছু দেশের শিক্ষার্থীর ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের ইউনিভার্সিটি লেভেলে অধ্যয়নরত হতে হবে। এটি নরওয়ের শিক্ষা ব্যবস্ট্থার জিএসইউ লিসদ্বের ওপর নির্ভর করে।
পোসদ্বগ্রাজুয়েট পর্যায়ের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আন্ডারগ্রাজুয়েট/ব্যাচেলর্স ডিগ্রি অথবা সমমানের শিক্ষার তিন বছরব্যাপী অধ্যয়নরত ডিগ্রি থাকতে হবে। তবে প্রোগ্রামভেদে এসব যোগ্যতা পরিবর্তিত হয়ে থাকে।
টিউশন ফি
সবচেয়ে সুবিধার বিষয়টি হলো আনস্নর্জাতিক শিক্ষার্থীদের নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই টিউশন ফি দিতে হয় না। কোনো বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেওয়ার ব্যবস্ট্থা থাকলে তা খুবই সামান্য হয়ে থাকে। তবে টিউশন ফি ছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভিল্পম্ন কাজে শিক্ষার্থীদের কিছু অর্থ ব্যয় করতে হয়।
আবাসন ব্যবস্ট্থা ও খরচ
ইউরোপের উত্তরাংশে অবস্টি্থত তিনটি স্ট্ক্যান্ডেনেভিয়ান দেশের মধ্যে নরওয়ে একটি। প্রায় 46 মিলিয়ন লোকের বাস দেশটিতে। এখানে লোকজন দেশটির অপরূপ প্রকৃতিকে খুব ভালোভাবেই উপভোগ করতে পারে। গত চার বছর ধরে ইউনাইটেড নেশনস (ইউএন) পৃথিবীর দেশগুলোর মধ্যে সদ্ব্যান্ডার্ড আবাসস্ট্থলের র্যাংকিংয়ে নরওয়ের অবস্ট্থান বেশ আগের দিকে। নরওয়ের লোকজন খুবই কর্মঠ এবং মিশুক প্রকৃতির।
তাই সহজেই বিদেশী শিক্ষার্থীরা নরওয়ের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। তবে নরওয়েতে থাকার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।
থাকার খরচ ছাড়াও বিদেশী শিক্ষার্থীদের যাতায়াত খরচ, ফটোকপি খরচ, চিকিৎসা খরচ ও অন্য আনুষঙ্গিক খরচ বাবদ প্রতি সপ্টস্নাহে আরো কিছু অর্থের প্রয়োজন পড়বে।
স্ট্কলারশিপ
নরওয়েতে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য বেশ কিছু প্রতিষ্ঠানে স্ট্কলারশিপের ব্যবস্ট্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার্থীদের জন্য প্রয়োজন অনুসারে স্ট্কলারশিপের ব্যবস্ট্থা করে।
তবে এ স্ট্কলারশিপপ্রাপ্টিস্নর অনেকটাই নির্ভর করে শিক্ষার্থীর পহৃর্বতন পরীক্ষার ফলাফলের ওপর। এছাড়া শিক্ষার্থী কোন ডিগ্রি এবং কোন বিষয়ে পড়তে চাইছে তার ওপর ভিত্তি করেও কিছু স্ট্কলারশিপ পেয়ে থাকে।
পার্টটাইম জব
আনস্নর্জাতিক শিক্ষার্থীরা নরওয়েতে খুব সহজেই পার্টটাইম জব জোগাড় করে নিতে পারবেন। নরওয়ের লোকজন কাজকে খুবই মহৃল্য দেয়। তবে একজন শিক্ষার্থী সপ্টস্নাহে কত ঘণ্টা কাজ করতে পারবে তা বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ট্ব নিয়মনীতির ওপর নির্ভর করে।
বিশ্ববিদ্যালয়গুলোর সদ্বুডেন্ট কাউন্সিলিং সেন্টারগুলো শিক্ষার্থীদের প্রয়োজনে পার্টটাইম জবের ব্যবস্ট্থা করে দেয়।
বিস্টস্নারিত জানার প্রয়োজনে
নরওয়েতে উচ্চ শিক্ষা সমঙ্র্কে বিস্টস্নারিত জানতে চাইলে নিচের ওয়েবসাইটগুলোতে ভিজিট করে দেখতে পারেন।
http://www.studyinnorway.no
http://www.studyabroad.com
wKQy wek^we`
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।