আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে যাচাই করুন .... .... .... 5

i'm nothing, but something....

রাতের অন্ধকারে 5 জন ভিন্নবয়সের পথযাত্রী লঞ্চঘাট যাচ্ছে। কিছুদূর যাবার পর তারা 1টি কাঠের পুল দেখতে পেল। পুরাতন এবং ভাঙ্গা। 2 জনের বেশি একসাথে পার হওয়া কোনোভাবেই সম্ভব নয়। হাতে সময় অল্প।

1 ঘন্টার মাঝে ঘাটে পৌছাতে না পারলে টিকিট পাওয়া সম্ভব নয়। তাই তারা সময় ভাগ করে নিল। পুল পার হতে আধা ঘন্টা এবং বাকী সময় পথের জন্য। ঝামেলা কী কম, তাদের হাতে ছিল 1টি মাত্র হারিকেন। আর হারিকেন ছাড়া পুল পার হওয়া কোনোভাবেই সম্ভব নয়।

সমস্যা হলো হারিকেন এই পার থেকে ঐ পারে গেলে যে কাউকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ অন্ধকারে পার হওয়া সম্ভব না। এখন এই 30 মিনিটের মাঝে সবাইকে পার হতে হবে। নিচের নিয়মগুলো অনুসরণ করে বলুন কীভাবে পার হওয়া সম্ভব। 1. তাদের নাম এবং পুল পার হওয়ার সময় (মিনিটে) দেয়া হলো_ করিম (1), রহিম (3), ফাতেমা (6), হাশেম (8), হাফিজ (12)।

2. নামগুলো বয়সের ক্রমানুসারে দেয়া আছে। সে হিসেবে হাফিজ সবচেয়ে বড়। 3. যখন দুইজন মিলে পুল পার হবে তখন যার বয়স বেশি সে আগে হারিকেন হাতে থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.