আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি জামাত-জোটের মহাবিজয়

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

রাজনীতির মাঠে বিএনপি-জামাত জোটের আজকের সুবর্ণ বিজয়কে স্মরণীয় করে রাখা খুব দরকার। ছকে সাজানো নাটক চমৎকারভাবেই অভিনীত হলো। মূল্য মাএ 19টি লাশ, কয়েক হাজার রক্তাত্ব মানুষ। এই মুহুত্তের্্ব আমরা সবাই স্বস্তির নিশ্বাস ফেলছি। অনেককে এখনই দেশের বাইরে পালাতে হবে না বলে খুব নিশ্চিত মনে হচ্ছে।

অথর্ব নির্বাচন কমিশনার আজিজও খুব আত্মবিশ্বাস নিয়ে সহাস্যে টিভির সংবাদে বাণী দিচ্ছিলেন। তার নির্বাচন কমিশন প্রস্তুত। দিন ভর টিভির সামনে নিউজ দেখে নিজের মনেই ভাবছিলাম, আহা বেশ বেশ...। নিজের ভাবনায় আজকের দিনলিপি শেয়ার করার লোভ সম্বরণ করতে পারলাম না। তিন বাহিনীর নেতারা খালেদা জিয়ার সাথে যখন সভা করছিলেন তার খবর দ্রুত টিভির নিউজে চলে আসল।

তারা প্রস্তুতি নিয়ে ছিলেন। দরকার হলে ডান্ডা মেরে ঠান্ডা করার ব্যবস্থাও বলবৎ ছিল। যাদের জন্ম ক্যান্টমেন্টে তারা এই খবরে আনন্দে আটখানা!!! একটু আগে খবরে দেখলাম, হাওয়া ভবন থেকে যুবরাজের প্রচারিত সাক্ষাৎকার। সামনে টিভি মিডিয়ার গোটা তিনেক মাইক্রোফোন। জনগণ তাদের সাথে আছে বলে জানালেন, নির্দেশ দিলেন যার যা আছে তা নিয়ে মাঠে নামতে।

আশ্বস্ত করতে চাচ্ছেন তার নেমকহালাল সহযোগীদের। রাজাকারদের নিজের পরিবারে অন্তভর্ূক্তিতে গর্বিত যুবরাজ নিজের জন্ম পরিচয়ের নতুন কুষ্টিনামা তৈরী করছেন কি-না তা ভবিষ্যত বলে দেবে। অন্তত: এতে যে এখন অনেকে রাজাকার হওয়ার লালিত স্বপ্নকে প্রকাশ করার সাহস খুঁজে পাচ্ছেন তা-ও কি কম পাওয়া? ব্ল্লগের পাতায় অন্তত: তা-ই দেখছি। গতকাল রাজাকার জামাতীরা বাইতুল মোকাররমের উওর গেট থেকে জেহাদী জোশের কিছু নমুনা জাতির সামনে পেশ করলেন। আর আওয়ামী ও 14 দলীয় জোটের পান্ডাদের সাথে হাতাহাতি করতে তাদের কসরৎ দেখে অনেকেই খুব উৎসাহী হয়েছেন।

এক জামাতী নেতাকে বলতেও শুনলাম, "আমরা বাঁচলে গাজী আর মরলে শহীদ, বৃস্টির মতো মারো.." (চ্যানেল আইয়ের সৌজন্যে)। রাজাকার জামাতীরা এই রক্তাত্ব প্রতিরোধ না করলে তাদের পোষক বিএনপি'র মতিঝিলের মিটিং পন্ড হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। জামাতীদের জেহাদী কীর্তি পড়ে দেখুন গতকালের [link|http://www.prothom-alo.org/archive/news_details_home.php?dt=2006-10-29&issue_id=59&nid=MTIwNg==|c

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.