দুধে আলতা বরণ কন্যা ,
মেঘ বরণ কেশ,
হাসিতে তার মুক্ত ঝরে,
চোখেতে লুকায় সাগর
বেশি বলছি না ভাই আমার ইয়ের আবার এসব বর্ণনা কম হয়, তার যেন দুধ বেশি না আলতা বেশি এটা বের করা যাবে না। আবার, মেঘ বেশি কাল না কেশ কাল তাও বের করা যাবেনা, মুক্ত তো ধারে কাছেও আসবে না। আর সাগর তো লজ্জায় মুখ লুকায়।
তাই প্রকৃতির এ অপার সৌর্দয্যগুলোকে লজ্জা দিবার জন্য তাকে নিয়ে খুব একটা বের হইনা এই আরকি...........
পোস্টটি আগে দিয়েছিলাম। কিন্তু কোশিক জিজ্ঞেস করেছিলেন:
"তার যেন দুধ বেশি না আলতা বেশি এটা বের করা যাবে না। কেন?"
আমার জানের ছবিতো আর আপনাদের দেখাবো না। তবে এই ছবিটা দেখেন।
বলুনতো এর দুধ বেশী না আলতা বেশী? কৌশিক আপনি মনে হয় উত্তর পেয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।