আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের আনন্দ হলো বিষাদময় দুঃখে ভরা

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

মা চলে গেলেন আমাদের ছেড়ে। বয়স যদিও 70-এর উপর ছিলো মা'র, তবুও একটি রোজাও বাদ দেননি উনি। মা প্রতি রোজায়ই ঢাকাতে আমার বাসাতে কাটান। এবারও কাটালেন। শবে কদরের আগের দিন চলে গেলেন গ্রামের উদ্দেশ্যে।

22 তারিখ ভোররাতে সেহরী খেয়ে ঘুমিয়ে ঘুমের মধ্যে ব্রেইন স্ট্রোক করলেন। উচ্চ রক্তচাপের রোগী ছিলেন উনি। সঙ্গে সঙ্গে উপজেলা সদর হাসপাতাল, জিলা সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলো। খুব বেশি রক্তক্ষরণ হয়েছিলো ব্রেইনে। বাবা আগেই গেছেন 1999 সালের 6 অক্টোবরে।

আমাদেরকে এতিম করে আল্লাহ নিয়ে গেলেন আমার মাকেও। উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গত 24 তারিখ ভোর 3.45 মিনিটে... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আমাদের ভাইবোনের ঈদের আনন্দ ছিলো বিষাদময় দুঃখে ভরা। সবচেয়ে বেশি কান্না করেছে আমার ছেলে জারিফ- যে দাদীর সাথে সবসময় দুষ্টুমি করতো। সবার কাছেই আমি ক্ষমাপ্রার্থী।

কাউকে ঈদের শুভেচ্ছা জানাতে পারিনি। সবাই আমার মা'র জন্য একটু দোয়া করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.