আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতে ব্লগ পাহারায় আমরা যারা...আসেন হাজিরা খাতায় সিগনেচার করে যান...



ইতিমধ্যে অনেকের ভালো ঘুমের পচাত্তুর ভাগ কমপ্লিট হয়ে গেছে। অনেকের আবার ঘুম থেকে জাগার সময় হয়ে গেছে। আর আমরা এখনো অনেকে সিদ্ধান্ত নিতে পারছিনা আরো কিছুক্ষণ জাগবো না ঘুমিয়ে যাবো। ঠিক আছে ঘুময়ে-ই যাই। নাকি আরো দু-একটা লেখা দেখে ঘুমাবো? এই সব করতে করতে এখনো অর্ধশতাধিত লগ ইন করা, এবং অর্ধশতাধিকেরও অধিক লগ আউট থাকা ব্লগার গোপনে গোপনে পাহারা দিচ্ছে ব্লগ।

ঝড়ে আম পড়ার মতো, ব্লগের লেখালেখির ঝড়ে এখনো একটা ভালো লেখা এসে পড়লে সবাই ভাগ করে পড়বে সেই ইচ্ছায় সকলেই থাকে। যদিও কেউ কেউ অন্য কোনো কাজেও ব্যাস্ত, তারপরও ব্লগটা চোখের আড়ালে নেই খুব বেশিক্ষণ। এখনো একটা বাজে পোষ্ট পড়লে পচা আমের মতো সেটাকে ফেলে দেয়ার তীব্র আহবান বইবে। সব মিলিয়ে ব্লগকে চোখে চোখে রাখছে সবাই। এই রাতে ফেসবুকের চ্যাটরুমেও ঝি ঝি ডাকছে।

মেসেঞ্জারের সবুজ বাতিগুলো জ্বলে জ্বলে নিভে গেছে। নেভেনি, ম্লান হয়নি এই সামহোয়ারের উজ্জ্বল চেহারাগুলো। আমার ঘুম এখনো বিছানায় নেয়ার মতো শক্ত হয়ে ওঠেনি। আমি জেগে আছি। জেগে আছে আরো অনেকেই।

আসেন, লগ আউট করার আগে হাজিরা খাতায় সিগনেচার করে রাখেন। উল্লেখকরার মতো কিছু না হলেও একটু স্মৃতি হিসেবেই থাকুক, একদিন আমিও অনেক রাত পর্যন্ত ব্লগিং করতাম... আহা কী সুখের দিন ছিল....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।