আমাদের কথা খুঁজে নিন

   

:ভালবেসে গেল ভেসে



30/12/2004 আমাদের মোটা বন্ধু চিনেছ তো... ঐ যে মাথায় টাক পড়ে পড়ে- বাদামের খোসাসুদ্ধ খায়। তারপর... একদিন হাওয়াইয়ের সমুদ্রের ঐ পাড়ে- তার মুখে-"কোন জলপরী দিয়েছিল ডাক" সংসারী হল- ভেসে গেল পাড় হতেই ভেসে গেল। এরকমও হয়! কাল নাকি পূর্ণিমায় কবিতা লিখেছে যাবে তুমি? বালুয়ারির পাড়ে, বেশ মোটা পয়সা খসিয়ে ঘর তুলেছে সে। ঐখানে দিনে ও দুপুরে এবং বিকেলে সুন্দরীরা ঘোরাফেরা করে। তাদের গায়ে স্বল্প বসন, তাদের মন স্বচ্ছ হবে না!!? "হঁ্যা, অবশ্যই, কেন নয় যাওয়া যাক তার ঐ ঘরে-" তাহলে কাল- সন্ধ্যার দিকে তুলে নেব দেখা হবে, বিদায় তাহলে. .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।