আমাদের কথা খুঁজে নিন

   

অস্কারে নতুন আইন : বাড়তি সুবিধা পাচ্ছে ভারতীয় সিনেমা

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

বিদেশী সিনেমা ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন প্রত্যাশী নির্মাতাদের জন্য নতুন আইন প্রণোয়ন করেছেন অস্কার কতর্ৃপক্ষ একাডেমি অব মোশান পিকচার অব আর্টস এন্ড সায়েন্স। আর এই প্রণীত নতুন আইনের ফলে বিদেশি সিনেমা ক্যাটাগরিতে অস্কার ঘরে তোলার প্রতিযোগিতায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারতীয় ছবি। আগে বিদেশি ভাষার ছবিকে অস্কার প্রতিযোগিতায় নামাতে হলে একাডেমিক প্রদত্ত বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হতো। এর মধ্যে অন্যতম ছিল অস্কার মনোনয়নের জন্য প্রেরিত ছবিকে অবশ্যই নিজ দেশের অফিসিয়াল ভাষায় তৈরি হতে হবে।

আর এই নিয়মের ফাঁদে পড়ে আঞ্চলিক এবং ইংরেজি ভাষায় নির্মিত ভারতীয় নান্দনিক ছবিও অস্কারের জন্য বিবেচিত হতো না। এ জন্য গতবার মধ্যপ্রাচ্যের ভাষায় নির্মিত ইতালিয়ান প্রখ্যাত সিনেমা 'প্রাইভেট' অস্কার প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে। সম্প্রতি এই আইনটিকেই বাতিল করেছেন অস্কার কতর্ৃপক্ষ। ফলে কোনও দেশের জাতীয় কিংবা অফিসিয়াল ভাষায় নির্মিত ছবি না হলেও সেটি অস্কারের জন্য লড়তে পারবে। এতে করে স্বভাবতই বাড়তি সুবিধা পাচ্ছে ভারতীয় ছবি।

তেলগু, তামিল, বাংলা, মালয়সহ অন-ত হাফ ডজন ভাষায় নির্মিত হয় ভারতের সিনেমা। কিন' ভাষার বাধ্যবাধকতা থাকায় এতদিন ভারতের আঞ্চলিক এবং ইংরেজি ভাষার ছবিগুলো অস্কারের জন্য বিবেচিত হতো না। নতুন এই নিয়মের ফলে প্রথম বছরেই সুবিধা নিয়েছে ভারতীয় ছবি 'ওয়াটার'। ইন্ডিয়ায় জন্ম নেওয়া কানাডা প্রবাসী দীপা মেহতা নির্মাণ করেছেন 'ওয়াটার'। 1930 সালের প্রেক্ষাপটে বিধবাদের নিগৃহীত জীবন নিয়ে তৈরি হয়েছে এ ছবি।

অন্যদিকে আমির খানের 'রঙ দে বাসন-ি' তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ছবি। এ বছর ভারত থেকে অস্কারে যাচ্ছে এ দুটি সিনেমা। নিয়মনীতির শিথিলতার কারণেই ওয়াটারের মতো ইংরেজি-হিন্দি ভাষার নির্মিত ছবি এবার অস্কারে যেতে পারল। এ সম্পর্কে দীপা মেহতা জানান, 'ধন্যবাদ অস্কার কতর্ৃপক্ষকে যে, নিয়মনীতির প্রতিবন্ধকতা দূর করে অস্কারের জন্য ভালো ছবির দ্বার উন্মুক্ত করে দিয়েছে। '


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.