অস্কারের ৮৬তম আসরে বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশি ছবি হিসেবে পাঠানো হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন চলচ্চিত্রটি।
অস্কার বর্তমান বাংলাদেশ কমিটির একটি সূত্র 'টেলিভিশন' ছবিটির বিদেশি ভাষা বিভাগে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।মোস্তফা সরয়ার ফারুকীর 'টেলিভিশন' ছবিটিসহ চারটি আন্তর্জাতিক উৎসবেও অংশ নিচ্ছে। উৎসবগুলো হলো অস্ট্রেলিয়ার 'এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস', সিঙ্গাপুরের 'পার্সপেক্টিভস ফিল্ম ফেস্টিভ্যাল', ইতালির 'এশিয়াটিকা ফিল্ম মেডিয়াল' ও ভারতের 'কলকাতা উৎসব'।
এদিকে, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য 'এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস' প্রতিযোগিতার আসরে ফারুকীর 'টেলিভিশন' ছবিটিকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ফারুকী জানিয়েছেন, অস্কারের আদলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে হয়। কিন্তু 'টেলিভিশন' ছবিটিকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। 'পার্সপেক্টিভস ফিল্ম ফেস্টিভ্যাল' শুরু হচ্ছে ৩ অক্টোবর। আয়োজন করছে সিঙ্গাপুরের নানইয়াং ইউনিভার্সিটি। উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে 'টেলিভিশন'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।