আমাদের কথা খুঁজে নিন

   

কাছে চাই তোমাকে, ইসাবেলা

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

্#61656; 05.10.06 পাশে কেউ নেই, বরফ শীতল শয্যা, রাত স্বপ্নে তুমি 'ইসাবেলা' দিনের পর দিন। তোমার কণ্ঠস্বরের প্রতীক্ষা দূরালাপনীতে, কষ্টের নীল বিছানা - এসবই সহনীয় অনেক চর্চায়। ভোরের চায়ের কাপে দৈনিক পত্রিকা সহযোগে আমার অপেক্ষা আজকাল একটি সুসংবাদের- মৃতু্য না, দুর্ঘটনা না, এসিড না, ধর্ষণ না, বিদু্যৎ বিরতি,পানীয় জলের অপ্রতুলতা, বন্ধ হয়ে থাকা ভার্সিটির ছাত্রের আর্ত চিঠির না, রাজনৈতিক খেয়োখেয়ির না; আমার প্রতীক্ষা শুধু একটি নির্মল দিনের যে দিন প্রকাশ্য রোদে তোমাকে চুম্বনের দায়ে আমি দন্ডিত হব। এটাই হবে ঐদিনের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সেদিন অপ্রেমের বদলে প্রেম, রূঢ়তার হাঁসুলীর বিনিময়ে কাঁকন বাজবে রিনঝিন। ইসাবেলা, তোমার দেয়া নূপুরে তুষার জমাট অদেখায় কাছে আসো,দেখো কিভাবে বাজি ঝিনচাক্ সুরের মূর্ছনায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.