আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
লক্ষ্যভ্রষ্ট, উধ্বশ্বাসে, আর্তনাদ
আতঙ্কিত মানব প্রানে, এইতো ফাঁদ।
বোমার শব্দ, হঠাত স্তব্ধ, পথচারী
ভয়ে পালায়, তবুও পথ দিচ্ছে পাড়ি।
চড়া দামে পণ্য কিনি, নেইকো ঘুম
চারিদিকে অসংলগ্ন, সংলাপের ধুম।
গোলক ধাঁধায় ঘুরছে মাথা, ক্লান্ত চোখ
স্বপ্ন ভঙ্গ, মরছে মানুষ, নেইতো শোক।
রংমহলে নেশার সাগর, সোনার অঙ্গ
পুড়ে যাচ্ছে, রুপ যুবতীর উষ্ণ সঙ্গ।
মিষ্টি কথার যাতাকলে পিষ্ট লাজ
নষ্টামিতে ভরে গেছে দেশটা আজ।
এসি রুমে রেন টিভি আর ভায়াগ্রায়
কামের চোটে, চন্দ্র ফোটে, রাত পালায়।
তক্ত পোষে শুয়ে থাকি, ছারপোকা
ঘুরে বেড়ায়, আলো জ্বালাই, দেয় ধোঁকা।
নগ্ন নারী, ভগ্ন হূদয়, রাতের রানী
দাঁড়িয়ে থাকে, পথের ধারে, টানছে ঘানি।
সভ্য সমাজ, রাতের আঁধার দিচ্ছে ডাক
টাকায় শরীর কিনে, খুঁজছে ফাঁক।
এইতো জীবন, চবি্বশ ঘন্টা কর্মময়
চলছে তবু, মিথ্যে আশায়, নেইতো ক্ষয়।
তবু পরাজয় মেনে নিয়ে চলছি পথ
হয়তো একদিন মুক্তির আকাশে উড়বে রথ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।