আমাদের কথা খুঁজে নিন

   

নিত্য দিনের সঙ্গী

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।

আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ

এরা আমার নিত্য দিনের সঙ্গী । আমার সুখ-দুঃখের সাথি । আমার পেয়ারে দোস্ত ।

এরা প্রতিনিয়ত আমার সাথে থাকে । আমার সাথে ঘুরে বেড়ায় । কখনো এক মুহুর্তের জন্য এদেরকে আমি হাত ছাড়া করি না । ভুলেও না । এমনকি মরে গেলেও না ।

বাথরুম পর্ষন্ত যায় এরা আমার সঙ্গে । আমি ঘুমাছলেও এরা আমার সাথে ঘুমায় । খাইলেও.......... এরা আমার এতোই বিশ্বস্ত যে, আমি যে কোন গোপন কথা এদেরকে নির্দ্বিধায় বলে ফেলি । কোনরুপ আশঙ্কা করিনা আমি এদের পক্ষ থেকে । এদের কোন অসুখ-বিসুখ হলে আমি দিশেহারা হয়ে পড়ি ।

পাগলের মত হয়ে যাই । গলা কাটা মুরগির মত ছটফট করতে থাকি । এদের পিছনে প্রতিদিন অগনিত টাকা খরচ করি আমি । আমার সমস্ত টাকা-পয়সা এদের কাছে রাখি । কোন হিসাব নেই না ।

এদেরকে এতো ভালবাসি । জানের চেয়ে ভালবাসি । প্রানের চেয়েও বেশী । একবার কি হয়েছিলো,এক ভয়ঙ্কর সন্ত্রাসী এদেরকে অপহরন করে গোপন কুঠুরীতে আটকে রেখেছিলো । তখন আমি জানের মায়া না করে মহাবিপদে ঝাপিয়ে পড়ে প্রচুর লড়াই করে এদেরকে উদ্ধার করেছিলাম ।

উফ কি ভয়ঙ্কর দৃশ্য ছিলো সেদিন । একেবারে রক্তক্ষরন অবস্হা । পরে পুলিশ এসে সেই মৃতপ্রায় আহত সন্ত্রাসীকে ধরে নিয়ে ঘুষ খেয়ে ছেড়ে দেয় । এরা আমার সন্তানের চেয়ে প্রিয় । এদের জন্য দরকার হলে আমি আমার সন্তান,বউকে পর্ষন্ত মারধর করতে পারি ।

এরা হলো আমার নিত্য দিনের সঙ্গী । এদের পরিচয় ক্রেডিট কার্ড void(1); মোবাইল সেট void(1); ল্যাপটপ void(1); খুব শিঘ্রই এদের সঙ্গে আমার আরো দুইজন সঙ্গী যোগ হবে । তারা হলো, ধুম মাচালে ধুম মাচালে হান্ট বাইক void(1); এবং আফ্রিকান মোসাম্মদ মাংকি বডুয়া void(1); এখন একটু অর্থ সঙ্কটে আছি । সে সঙ্কট কেটে গেলে নয়া দুই দোস্তকে আমার পরিপারে সংষুক্ত করবো । দোয়াকরবেন,যেন দুই সঙ্গীকে তাড়াতাড়ি পাই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।