আমার ব্যক্তিগত ব্লগ
আমার পুরানো অফিসে আমার এক কলিগ আমাকে একটা বই গিফট করেছিলেন। ওখানে প্রথম পড়লাম কাঁকড়া নীতি। কাঁকড়া কিভাবে ধরে জানেন? একটা মুখ খোলা পাত্রে এদের ধরে ধরে রাখা হয়। ঢাকনা বন্ধ করার দরকার নেই। কারন, একটা বের হবার চেষ্টা করলে বাকি গুলো তাকে টেনে নামায়।
ভাবলাম, বাস্তবে কি আমি একরম মানুষ দেখিনা?
একটা কৌতুকে পড়েছিলাম, কে যেন জাহান্নাম পরিদর্শনে বের হয়েছিল। সে দেখলো, একটা বিশাল জায়গায় অনেক মানুষকে আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু কোন পাহাড়াদার নেই..। পরিদর্শক খুব অবাক হলো, তখন সাথের ফেরেস্তারা বলল, এটা বাংলাদেশীদের জন্য। কোন পাহাড়ার দরকার নেই, একজন পালাতে চাইলে বাকিরা ধরে রাখে!!!
আমি বাস্তবে পড়াশুনার সময়, চাকুরী জীবনে এরকম মানুষের দেখা পেয়েছি, যারা আমার পিছনে এই জন্য লাগত, কারন সে নিজে সেই সুবিধা পাচ্ছে না, তাই আমাকেও পেতে দিবে না....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।