আমাদের কথা খুঁজে নিন

   

কাঁকড়া ণীহারিকার ভেতর থেকে বের হচ্ছে আলোর বীম।

কাঁকড়া ণীহারিকা মহাকাশের সবচেয়ে সুন্দর পর্যবেক্ষন এবং পরীক্ষা করার বস্তু। সম্প্রতি বীজ্ঞানিরা হাবল স্পেস টেলিস্কোপ ব্যাবহার করে তোলা ছবিতে দেখা গেছে ণীহারিকার ভীতর থেকে প্রচন্ড শও্ঞিশালি আলোর বীম বের হছ্চে। গামা রের এই ঝলক দেখে মহাকাশ বিজ্ঞানীরা হতবাক। এই নীহারিকার অভ্যন্তরে একটি নিউট্রন তারা আছে যাকে পালসার (পালস্‌ সেন্টিং রেডিও র্সোস) বলে। এই তারার ব্যাস ১০কিঃমিঃ প্রচন্ড ভর সম্পন্ন এই তারা প্রতি মিনিটে ৬০০বার নিজের অক্ষে ঘোড়ে, যার ফলে লাইট হাউসের মতো কিছু সময় পর পর গামা রশ্মির বিকিরন ঘটে। কিন্তু বর্তমানে যে আলোর তীব্র বিকিরন এর আগে দেখা যায়নি,বিজ্ঞানদের ধারনা আলোর বীম ঐ পালসার থেকেই আসছে কিন্তু এতো তীব্রতা অস্বাভাবিক। আগামি বেশ কিছুদিন সবার দৃস্টি কাঁকরা নীহারিকার উপর নিবদ্দ থাকবে কোন সন্দেহ নেই। সৌজন্যে: ডেভিড এ এ্যাগুইলার, ণাসা/ইএসএ লিংন্ক:http://www.space.com/13204-crab-nebula-high-energy-pulsar-beam.html/?utm_source=Newsletter&utm_medium=Email&utm_campaign=SP


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।