আমার ব্যক্তিগত ব্লগ
সেন্টমার্টিনস আর কক্সবাজার সৈকতে দেখলাম স্বচ্ছ রংয়ের কাকড়া। ছোট ছোট কিন্তু খুব দ্রুত চলতে পারে। ঢেউয়ের ফেনার রংয়ে মিশে যায়।
সেন্টমার্টিনসের সৈকতে দেখলাম বেশ কিছু কুকুর সকাল বেলায় কাকড়া ধরার জন্য ছোটাছুটি করছে। তবে একটাও সফল হয়েছে কিনা সন্দেহ আছে।
আমাদের এক সফর সংগীর কাকড়া খুব পছন্দ হলো, হয়তো খেলতো চাইলো ওদের সাথে। কিন্তু কোন কারনে কাকড়া ওকে পছন্দ করলো না। বেচারা যখনই কাছে যায় ওমনি বালির গর্তে ঢুকে পড়ে।
আমি নিরিহ মানুষ, কাকড়ারাও হয়তো সেটা বুঝেছিল। তাই আমি কাছে গেলেও ভয় পেলোনা।
বরং দাড়িয়ে ছবির জন্য পোজ দিল। ছবি তোলা হয়ে গেলে আবার গর্তে চলে গেল। আমি সেই সফর সংগীর ক্যামেরায় কাকড়ার ছবি তুলে দিলাম। আর নিজের মোবাইলেও তুললাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।