আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের নেতৃস্থানীয় দালালরা-৪

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

৮. রাজাকার হাইকমাণ্ড (প্রথম পর্যায়) ................................................. এএসএম জহুরুল হক, ডিরেক্টর রাজাকারস্ : ঢাকায় ব্যবসা করছে মফিজুদ্দিন ভুইয়া, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর পশ্চিম রেঞ্জ : খুলনায় ব্যবসা করছে এম, ই, মৃধা, তমঘায়ে খিদমত, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, রাজাকার হেডকোয়াটার্স : তথ্য পাওয়া যায়নি এম, এ, হাসনাত, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, কেন্দ্রীয় রেঞ্জ ফরিদুদ্দিন, ঢাকা শহর অ্যাডজুটেন্ট : সৌদি আরবে চাকরি করে পরবর্তী পর্যায়ে মুহম্মদ ইউনুসকে (ইসলামী ব্যাঙ্কের মহাপরিচালক ও জামাতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য) কমান্ডার ইন চিফ এবং মীর কাসেম আলীকে (মহানগর জামাতের নায়েবে আমির) চট্টগ্রাম প্রধান করে ইসলামী ছাত্র সংঘের জেলা প্রধানদের স্ব স্ব জেলার রাজাকার বাহিনী প্রধান করা হয়। .................................................................... ৯.ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় কমিটি (আল-বদর হাইকমান্ড) ...................................................................... মতিউর রহমান নিজামী (সারা পাকিস্তান প্রধান) আলী আহসান মুহম্মদ মুজাহিদ (পূর্ব পাকিস্তান প্রধান) মীর কাসেম আলী (প্রথমে চট্টগ্রাম জেলা প্রধান ছিলেন, পরে আল বদর বাহিনীর নেতৃত্বের তৃতীয় পদ লাভ করেন) মোহাম্মদ ইউনুস মোহাম্মদ কামারুজ্জামান (বদর বাহিনীর প্রধান সংগঠক) আশরাফ হোসাইন (বদর বাহিনীর প্রতিষ্ঠাতা ও ময়মনসিংহ জেলা প্রধান) মোহাম্মদ শামসুল হক (ঢাকা শহর প্রধান) মোস্তফা শওকত ইমরান (ঢাকা শহর বদর বাহিনীর অন্যতম নেতা) আশরাফুজ্জামান খান (ঢাকা শহর বদর বাহিনীর হাইকমান্ড সদস্য এবং বুদ্ধিজীবি হত্যাকান্ডের চিফ এক্সিকিউটর : প্রধান জল্লাদ) ১০.আ.শ.ম রুহুল কুদ্দুস (ঢাকা বদর বাহিনীর অন্যতম নেতা) ১১.সরদার আবদুস সালাম (ঢাকা জেলা প্রধান) ১২.খুররম ঝা মুরাদ (লন্ডনে এখন জামাতের প্রধান সমন্বয়কারী) ১৩. আবদুল বারী (জামালপুর প্রধান) ১৪. আবদুল হাই ফারুকী (রাজশাহী জেলা প্রধান) ১৫. আবদুল জাহের মোহাম্মদ আবু নাসের (চট্টগ্রাম জেলা প্রধান) ১৬. মতিউর রহমান খান (খুলনা জেলা প্রধান) ১৭. চৌধুরী মঈনুদ্দিন (বুদ্ধিজীবি হত্যাকাণ্ডের অপারেশন ইনচার্জ, জামাতের সাপ্তাহিক দাওয়াত পত্রিকার সম্পাদক ও লন্ডনে জামাতের প্রধান সংগঠন দাওয়াতুল ইসলাম নেতা) এছাড়া ঢাকা শহর বদর বাহিনীর দুই নেতা নুর মোহাম্মদ মল্লিক ও একে মোহাম্মদ আলী এবং রাজশাহী জেলা বদর বাহিনী প্রধান মাজহারুল ইসলামের বর্তমান অবস্থান জানা যায়নি। (এখন তারা কে কোথায়, এটা আপডেট করার পর যোগ করা হবে। আপাততঃ তালিকা) তথ্যসূত্র : একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়, দৈনিক বাংলা ১৭ মে, ’৭২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।