আমাদের কথা খুঁজে নিন

   

বহুদিন পরে আবার ইসাবেলা

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

্#61656; 22.09.06 রাস্তার খানা-খন্দ-নোংরা-কাদা, রিকশাওয়ালার অহেতুক চালবাজি কিছুই আমাকে ছোঁয় না; ঝড়ে- নিম্নচাপে ধুঁকছে এমন শহর, পাঁচ হাজার মানুষ মারা যাবার মর্মান্তিক শোক, আমার ফাঁকা মস্তিষ্কে প্রবেশ করবার কোন রাস্তা পায় না। আমার কোষে- কোষে, নখের ডগায়, অবাধ্য চুলে, কর্ণমূলে, স্পর্শ পেঁৗছায় এমন সব স্থানে 'তুমি' জুড়ে থাকো ইসাবেলা। তোমাকে না পাবার সুনিশ্চিত বার্তা প্যারালাইজড মনে পাথর চাপ সৃষ্টি করে রাখে সবটা সময়। এ জানা আমাকে ক্ষয়রোগীর মতো আক্রান্ত-আর্ত করার কথা, করে না। কারণ তুমি আমাকে একবার ছুঁয়েছো ঝটিতি শহরের রাস্তায়, চকিত চুম্বনে; সেই ঠোঁট আমাকে বলেছে : বাঁধার-সমাজের এত সহস্র সঙ্গীন না থাকলে তুমি আমাকে ঠিক ঠিক স্বীকৃতি দিতে। এই বোধকে অবলম্বন করে না হয় বাঁচলাম বাকীটা আয়ু। অনুভূতির সমূল বিনাশ তো কেউ করতে পারবে না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।