আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের নেতৃস্থানীয় দালালরা ৩

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

৬.কেন্দ্রীয় শান্তি কমিটির লিয়াজোঁ অফিস এবং ভারপ্রাপ্ত লিয়াজোঁ অফিসাররা (ঠিকানা ও ফোন নং ’৭১ সালের) কোতোয়ালী থানা : ১.এআইআহমদ শের, আহসান মঞ্জিল, ১৭ আহসানুল্লাহ রোড, ঢাকা। ফোন : ২৪৬৩৪০ ২.সাকী সুলতান, কসাইটোলা, ঢাকা। ফোন :২৫১৩১৫ লালবাগ থানা: ১.আলহাজ নাজির হোসেন, চেয়ারম্যান, লালবাগ ইউনিয়ন কমিটি। ৫৩, জগন্নাথ সাহা রোড, ঢাকা। ফোন : ২৫৩১৩৮ ২.এসএম হাবিবুল হক, হাউজ নং ৬১২, রোড নং-১৮, ধানমন্ডী, ঢাকা।

ফোন : ২৫০৮০৬ (অফিস), ২৫৪০৬৪ (বাসা)। ৩. নোয়াব আলী এডভোকেট, সেন্ট্রাল রোড, ঢাকা। ফোন : ২৫০২৬১। এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট সূত্রাপুর থানা : আলহাজ সিরাজুদ্দিন, সাবেক এমপিএ। ৯১ ঋষিকেশ দাসরোড, ঢাকা।

ফোন : ২৮১৩৪২ (অফিস) ২৮২৫৪০ (বাসা)। আগে বলা হয়েছে। মাহতাবুদ্দিন খান, ৫৪ আরকে মিশন রোড, ঢাকা। ফোন : ২৪৫৩৫৪ ফয়জুল হক, ১২ ফরাশগঞ্জ,ঢাকা। ফোন : ২৫৭৫৯৬ তমিজউদ্দিন, ৩১, জারিয়াতলী লেন, ঢাকা।

ফোন : ২৫৭৩৫৬ আবদুর রশিদ, রথখোলা রোড ঢাকা। ফোন : ২৫৭০৪০ তেজগাঁও থানা : ১. ইকবাল ইদ্রিস, ৭৫, ইন্দিরা রোড, তেজগাঁও ঢাকা। ফোন : ২৫১১০৭ (অফিস), ৩১০৯৮০ (বাসা) ২. মাহবুবুর রহমান গুরহা। ফোন : ৩১১১৭১; জাতীয় পার্টি নেতা এবং পৌরসভা ওয়ার্ড কমিশনার তেজগাও। ৩. এসএম হাবিবুল হক, হাউস নং -৬১২, রোড নং ১৮, ধানমন্ডী ঢাকা।

ফোন : ২৫০৮০৬ (অফিস) ২৫৪০৬৪ (বাসা) ৪. মোহাম্মদ নোয়াব আলী, হেডমাস্টার, আইপিএইচ স্কুল, মহাখালী (ওয়ারলেস কলোনীর পাশে)। মীরপুর থানা : লায়েক আহমেদ সিদ্দিকী, ২৬, এসি মিরপুর প্রথম কলোনী, ঢাকা। মোহাম্মদপুর থানা : এমএ বাকের, ৩০/৬ মোহাম্মদপুর কলোনী, ফোন : ৩১১৫৩৮, চেয়ারম্যান বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটভ ডঃ ওসমান, ‘এ’ ব্লকের নিকটবর্তী বাড়ি, মোহাম্মদপুর ঢাকা। ফোন : ৩১১২৬৮ (অফিস), ৩১২৮৯৫ (বাসা) সৈয়দ মোহাম্মদ ফারুক, কায়েদে আজম রোড (রাফাকাত খানের বাড়ির কাছে) মোহাম্মদপুর, ঢাকা। ফোন : ২৫৪৮০৮ শফিকুর রহমান এডভোকেট, ৬৮ ঝিগাতলা, ঢাকা।

ফোন : ২৪৬৪৬৭। প্রাগুক্ত আবদুর রহিম চৌধুরী, হাউস নং ৭৯০, রোড নং ১৮, ধানমন্ডী ঢাকা। ফোন : ৩১১০৩৩ রমনা থানা : আতাউল হক খান এডভোকেট, ১৯৭ বড় মগবাজার ঢাকা। প্রাগুক্ত জিএ খান এডভোকেট, ২৪, দিলু রোড, ইস্কাটন ঢাকা-২। ফোন :২৫৪০৩৫, সহসভাপতি বাংলাদেশ মুসলিম লিগ অধ্যাপক এ হাশেম জুলমত আলী খান এডভোকেট।

১, পুরানো পল্টন ঢাকা ঢাকা। ফোন : ২৫৪৮০৮, প্রাগুক্ত ডাঃ মোহাম্মদ আইউব আলী। সি ৫৬৭/এ, চৌধুরী পাড়া, খিলগাও ঢাকা। ফোন : ২৫৪৮০৮ এডভোকেট এ ওয়াদুদ মিয়া, শান্তি নগর ঢাকা। শান্তি ও কল্যাণ কাউন্সিলের তথ্য অফিস ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগন রামপুরা, ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ আলী সরকার (অবঃ ইঞ্জিনিয়ার) ২৭১, মালিবাগ, ঢাকা-২, ভারপ্রাপ্ত সদস্য মৌলভী ইদ্রিহ আহমেদ স্টেডিয়াম ঢাকা, ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ আলী সরকার ১২, ধানমন্ডী; রোড নং-৫ ঢাকা।

সদর দপ্তর, পূর্ব পাকিস্তান শান্তি ও কল্যাণ পরিষদ। টেলিফোন : ২৫১৭২১ ১২, গোবিন্দ দাস লেন, আরমানিটোলা, মওলানা শাহ ইসমাইল হোসেন চিশতি ২, বাসাবাড়ি লেন (ইংলিশ রোডের কাছে) মৌলবী তাসওয়ার হোসেন খান ৬৬, পাতলা খান লেন, ঢাকা। মওলানা আব্দুল মজিদ। ফোন :২৪৩৮৩৬ ১২, নবদ্বীপ বসাক লেন ঢাকা। উর্দু রোড, ঢাকা, হাজী মোঃ ইসহাক।

পরের পর্ব : রাজাকার হাইকমাণ্ড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।