আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের নেতৃস্থানীয় দালালরা-২

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

২. পূর্ব পাকিস্তান শান্তি ও কল্যাণ কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ১.মৌলবী ফরিদ আহমেদ, সভাপতি : স্বাধীনতার পরপরই নিখোঁজ হন ২.নুরুজ্জামান, সাধারণ সম্পাদক : প্রাক্তন পরিচালক, ইমাম প্রশিক্ষণ কোর্স, ইসলামিক ফাউন্ডেশন ৩. মওলানা আব্দুল মান্নান : ধর্ম বিষয়ক মন্ত্রী (এরশাদ সরকার) ৪.জুলমত আলী খান : সহ-সভাপতি বিএনপি ৫.একেএম মুজিবুল হক : শিল্পপতি ৬.ফিরোজ আহমেদ : তথ্য পাওয়া যায়নি ৩.মালেক মন্ত্রীসভার সদস্যবৃন্দ ১.আবুল কাশেম : আগে বলা হয়েছে ২.নওয়াজেশ আহমেদ : সহ-সভাপতি বাংলাদেশ মুসলিম লিগ ৩.এ এস এম সোলায়মান : আগে বলা হয়েছে ৪.ওবায়দুল্লাহ মজুমদার : কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য, বাংলাদেশ খেলাফত আন্দোলন ৫. আব্বাস আলী খান : ভারপ্রাপ্ত আমির, জামাতে ইসলামী (গোলাম আজম নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত) ৬.মওলানা একেএম ইউসুফ : সেক্রেটারি জেনারেল, জামাত ৭.মওলানা ইসহাক : মজলিশে সুরা সদস্য, বাংলাদেশ খেলাফত আন্দোলন ৮.শামসুল হক : তথ্য পাওয়া যায়নি ৯.জসিমুদ্দিন আহমেদ : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু ১০.আখতারুদ্দিন আহমেদ : আগে বলা হয়েছে ১১. অংশু প্র“ চৌধুরী : প্রাক্তন মন্ত্রী (বিএনপি) ১২. এএম মোশাররফ হোসেন : সেক্রেটারি জেনারেল, ইসলামি ডেমোক্রেটিক লিগ ১৩.মুজিবুর রহমান : বাংলাদেশ-সৌদি আরব মৈত্রী সমিতি প্রধান ৪. ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাতকারী তদানীন্তন পূর্ব পাক প্রতিনিধি দল ১.হামিদুল হক চৌধুরী : মালিক অবজারভার গ্র“প অব পাবলিকেশন্স ২.মাহমুদ আলী : আগে বলা হয়েছে ৩.ডঃ সাজ্জাদ হোসেন : অধ্যাপক, কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, এখন বাংলাদেশে ৪.বিচারপতি নুরুল ইসলাম : উপরাষ্ট্রপতি ৫. ডঃ কাজি দীন মুহাম্মদ : অধ্যাপক বাংলাবিভাগ, ঢাকা বিশ্ব বিদ্যালয় ৫. জাতিসংঘ পাক প্রতিনিধি দলের বাঙালী সদস্যবৃন্দ ১.শাহ আজিজুর রহমান : প্রাক্তন সভাপতি বিএনপি ২. জুলমত আলি খান : আগে বলা হয়েছে ৩. রাজিয়া ফয়েজ : সহ সভাপতি, বাংলাদেশ মুসলিম লিগ ৪. ডঃ ফাতিমা সাদিক : অবসরে ৫. এ.টি, সাদি : আগে বলা হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।