আমাদের কথা খুঁজে নিন

   

ইঙ্গমার বার্গম্যানের ওয়াইলড স্ট্রবেরিজ

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সুইডিশ পরিচালক ইঙ্গমার বার্গম্যান ওয়াইলড স্ট্রবেরিজ বানিয়েছেন 1957 সালে। কঠিনতা আক্রান্ত প্রফেসর ইসাক বোর্গের একটি দিন এই সিনেমার বিষয়। ওই দিনটিতে তিনি স্টকহোম থেকে লুন্ড যাচ্ছেন অনারারি ডক্টরেট নিতে। তিনি একজন স্বনামধন্য মেডিক্যাল সায়েন্টিস্ট।

কিন্তু খুশির এই দিনটিতেই নাইট মেয়ার, ডে ড্রিম আর বুড়ো বয়স সাতসকালে কাবু করে ফেলে প্রফেসর ইসাককে। তিনি যে স্বপ্ন দেখেন তাতে দর্শকেরই ভিমরি খাবার অবস্থা। 76 সছর বয়স্ক প্রফেসরের কী দশা তা সহজেই অনুমেয়। এই প্রফেসরটি পরিবার বিচ্ছিন্ন, আত্মকেন্দ্রিক আর তাকে দেখাশুনা করে রয়স্ক এক গৃহপরিচারিকা। স্টকহোম থেকে লুন্ড পর্যন্ত তিনি যাবেন নিজে গাড়ি ড্রাইভ করে।

কিন্তু তার সঙ্গী হলো তারই ছেলের বউ। যার সঙ্গে আবার ছেলের সম্পর্কের টানাপোড়েন চলছে। শুরু হয় যাত্রা। পথে নিজের শৈশবের বাড়িতে পুত্রবধুকে নিয়ে যান ইসাক। সেখানে তার মনে পড়ে নিজের ছোট বেলার দিনগুলোর কথা।

তিনি একটি মেয়ের প্রেমে পড়েছিলেন কিন্তু মেয়েটি তাকে নয়, তার ভাইকে বিয়ে করেছিল। সেখানে ছোটবেলার প্রেমিকার বুনো স্ট্রবেরি তোলার স্মৃতিচারণ করে ইসাক। ওই শৈশবের স্থানে তাদের সঙ্গ হয় যুবক আর এক তরুণী। এদের নিয়ে একটি আনন্দময় যাত্রা শুরু হয়। ইসাক পথে পুরাতন ও পরিচিত লোকদের সাাৎ পান।

ততোদিন পর্যন্ত জীবিত মার সঙ্গে দেখা করেন। পথে একটি পাগলাটে কাপল এক্সিডেন্ট করে তাদের গাড়িতে ওঠে। শেষ পর্যন্ত ইসাক বিশ্ববিদ্যালয়ে পেঁৗছাতে পারেন এবং অনারারি ডক্টরেট নিয়ে ফিরে আসেন। কিন্তু তার প্রতিটি মুহূর্ত দুঃস্বপ্নে ভরা। 400 কিলোমিটার জার্নিতে তিনি জানতে পারেন তার ছেলে ও ছেলেবউয়ের সমস্যা।

নিজের পেছনে ফেলে আসা জীবনের সঙ্গেও একটা বোঝা পড়া হয়। শেষে তার রাতটি হয় আনন্দময়। কেননা ফিরে এসে ছেলে আর ছেলেবউ বেড়াতে যায়। গৃহপরিচারিকার সঙ্গে তিনি বেড়াতে ভাল ব্যবহার করেন। আর যাবার পথে যে তিন তরুণ তরুণী তাদের সঙ্গেী হয়েছিল তারা প্রফেসর ইসাককে গ্রিট করতে আসে।

প্রথম যে স্বপ্নটি দেখেন প্রফেসর ইসাক সেই কাটাবিহনি ঘড়ি, জনশূন্য শহর, লাশবাহী ঘোড়ার গাড়ি। ঘোড়া আকস্মিক মুতু্য। আর নিজের মৃতদেহের হাত ধরে প্রফেসরের টানাহেঁচড়া আমার দেখা ভয়ংকর স্বপ্নগুলোর একটা। ক্রিটিকরা বলেন, এই মুভিটা বার্গম্যানের সেরা মুভিগুলোর একটা। বার্গম্যান স্বীকার করেছেন, এতে নিজের জীবনের কিছু ব্যাপার নিয়ে কাজ করেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।