আমাদের কথা খুঁজে নিন

   

এখনো হিম হলে মেয়েবেলা রোদে ফেলে রাখি ...

পরিবর্তনের জন্য লেখালেখি

[ শিরোনামের জন্য কৃতজ্ঞতা- হযবরল, আর স্ম ৃতি গুলোর জন্য বাংলা মাকে........ আমার হারিয়ে ফেলা নিষ্কলুষ কষ্টের খেরোখাতা] খেলার বাটি, এঁটেল মাটি সর্ষে রাঙা বুকের আইল ধানের জমি, আখের আড়াল বন্ধু তুমি আইবা কাইল? ঢোলের কাঠি, মিষ্টি লাঠি কড়াই চেখে চাটাই গুড় ঝোলার পিঠে, রসের ঘড়া গোলক বুনে চালের কুড় চালতা তলা, বকুল বিথী তেতুল পেড়ে , লবন কই? তেওড়ি টেনে, বাঁশের বনে ঘুঘুর ডাকে , ঐ বাবুই! কইয়ের কাঁটা, বুড়ির ঝাটা দাদীর পানে ভাগ বসাই ছাগল ছানা, পুঁটির পোনা বৃষ্টি হলে , খিচড়ি খাই! কচুর পাতা, কলার মোচা লজ্জাবতী চুম দিলে, কাকের ডাকে , শালিক নাচে পদ্ম ফোটা মন ঝিলে!!!!! ঢাকা 25/ 09/ 2006 ঐ সব মানুষের জন্য যারা আমার মত শহরের পিচে খোঁজে সোঁদা মাটি আর ঘুড়ি নাটাই এর সরল প্রেম, খেজুর রসের কুয়াশা ভোর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.