আমাদের কথা খুঁজে নিন

   

বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল বিশ্বখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের ৫৭তম জন্মদিনে শুভেচ্ছা

আমি সত্য জানতে চাই
বিশ্বখ্যাত যাদু শিল্পী এবং বাণিজ্যিকভাবে সফলপূর্ণ জাদুকর ডেভিড কপারফিল্ড। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন তাকে ইতিহাসের সবচেয়ে বাণিজ্যিকভাবে সফলপূর্ণ জাদুকর হিসেবে বর্ণনা করেছেন। সাধারণত যাদুকর বা যাদুকরদেরকে দেখা যায় কল্পকাহিনীতে। আধুনিক কল্পকাহিনীতে একজন যাদুকর কোন অলৌকিক উপায়ে তার যাদুকরী ক্ষমতার অধিকারী হন। কখনো কখনো উত্তরাধিকার সূত্রে একটি বিশেষ ক্ষমতা হিসেবে যাদুকরী ক্ষমতা লাভ করেন।

এটি একটি অলৌকিক ক্ষমতা। তবে মঞ্চে দেখানো হাত সাফাই বা ঐন্দ্রজালিক কার্যকলাপ আলৌকিক যাদুকরদের থেকে ভিন্ন। মঞ্চে হাত সাফাইয়ে সফলপূর্ণ মার্কিন জাদুকর বিশ্বখ্যাত যাদু শিল্পী ডেভিড কপারফিল্ড। বিশ্বখ্যাত জাদু শিল্পী ডেভিড কপারফিল্ড, ১৯৫৬ সালের আজকের দিনে আমেরিকার নিউজার্সিতে জন্মগ্রহন করেন । আজ এই বিশ্বখ্যাত যাদু শিল্পীর ৫৭তম জন্মদিন, জন্মদিনে তাঁর প্রতি আমাদের শুভেচ্ছা।

ডেভিড কপারফিল্ড ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেতুচেনে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ডেভিড শেঠ কটকিন। তার পিতা হ্যম্যান কটকিন এবং মা রেবেকা। হ্যম্যান কটকিন ছিলেন একজন রাশিয়ান ইহুদি, যিনি মেতুচেনের একটি সেলাই-এর জিনিষপত্রের বিক্রয়ের দোকানের মালিক এবং তার মা একজন বীমা কর্মকর্তা। কপারফিল্ডের মা জেরুজালেমের জন্মগ্রহণ করেন, যখন তার দাদা সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে ইউক্রেন) থেকে জেরুসালেম ইহুদি অভিবাসী হয়েছিলো।

১৯৭৪ সালে কপারফিল্ড মেতুচেন উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। ডেভিড কপারফিল্ড জাদুকে শিল্পের পর্যায় নিয়ে যেতে তিনি নিরন্তর পরিশ্রম ও সাধনা করেছেন। খুব অল্প বয়সে তিনি জাদু চর্চা শুরু করেছিলেন । ১০ বছর বয়সে কপারফিল্ড তার প্রতিবেশী মাঝে "দাভিনো জাদুকর ছেলে" হিসাবে জাদু অনুশীলন শুরু করেন, এবং ১২ বছর বয়সের প্রথম যুবক হিসেবে দ্য সোসাইটি অফ আমেরিকান মাজিশনস হিসেবে ভর্তি হন। কপারফিল্ড মাত্র ১৬ বছর বয়সে আমেরিকান ম্যাজিশিয়ান সোসাইটির সদস্য নির্বাচিত হন ।

ডেভিড কপারফিল্ড যখন জাদু পরিবেশন করেন তখন দর্শক শুধু জাদুটাকে দেখেন না , দেখেন কপারফিল্ডের গল্পবলার মাধ্যমে জাদুর, মোহনীয় রূপটিকে । কপারফিল্ডই একমাত্র ব্যক্তি যিনি সর্বাধিক ৩৫বার এমি এওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেছিলেন এবং ২১বার এমি এওয়ার্ড অর্জন করেন। ফরাসি সরকার তাকে নাইট পদবি মর্যাদায় ভূষিত করেন, এবং মার্কিন লাইব্রেরি অফ কংগ্রেস তার নাম লিভিং লেজেন্ড নামকরণ করেন। কপারফিল্ডের কর্মজীবনের ৩০ বছরে উপরে ১১টি গিনেস বিশ্ব রেকর্ড অর্জন করেছেন। তিনি হলিউড ওয়াক অফ ফেমের একজন তারকা।

আজ এই বিশ্বখ্যাত যাদু শিল্পীর জন্মদিন, জন্মদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। পাঠকের জন্য ডেভিড কপারফিল্ডের একটি যাদুঃ
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.